আমাদের কথা খুঁজে নিন

   

"রমজানের ঐ রোযার শেষে" নিয়ে একটি আক্ষেপ

সুখীমানুষ

আমার প্রানপ্রিয় কবি, কাজী নজরুল ইসলামের একটি অসাধারণ গজল "রমজানের ঐ রোযার শেষে.."। কিন্তু দুঃখের বিষয় হলো, সতীনাথ এই গজলটি সুন্দর গাইলেও তিনি খুব নিষ্ঠার সাথে শেষের দু'টি লাইন বাদ দিয়ে গজলটি গেয়েছেন। শেষের লাইন দু'টি হলো আজ হৃদয়ে তোর তস্তরীতে ঢাল্ ফিরনী তওহীদের তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে ওম্মীদ ও মন রমজানের ঐ রোযার শেষে এলো খুশীর ঈদ।। আমি জানিনা এই লাইন দু'টিতে তাওহীদের ডাক আছে বলে তিনি গাননি নাকি অন্য কোন কারনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।