আমাদের কথা খুঁজে নিন

   

সু স্যার, কু স্যার

সুখীমানুষ

সু স্যার : জীবন কৃস্ন ভদ্র। কেন? : ছাত্র ছাত্রীদের প্রতি অসাধারণ মায়া ও দায়িত্ব নিয়ে স্যার দেখিয়ে দিয়েছেন বাবা-মা এর সাথে কেমন করে একজন শিক্ষককে তুলনা করা চলে। এখন তিনি কুমিল্লা জিলা স্কুলএ আছেন। ইদানিং স্যার আমার কান ধরেও টানেননা, গাধা বলেও ডাকেননা, তুই করেও বলেননা। তাই বারবার আমার মনে হয় কেন বড় হলাম? কেন স্যার আগের মত আমাকে কান ধরে মারধর করেননা। স্যার, আপনি এই ব্লগ দেখবেননা, কিন্তু আমার ব্লগের বন্ধুরা জেনে গেল কি পছন্দ আপনাকে আমি (আমরা) করি। কু স্যার : কাসেম স্যার কেন? : জীবনে কোন দিন সে একটা অক্ষর আমাদেরকে পড়ান নাই, ক্লাসে ঢুকেই ১০৮ জন ছাত্র ছাত্রীর নাম ডাকতে ডাকতেই শেষ করে দিতেন ১০ মিনিট। বাকী ৩০ মিনিট এ যারা যারা পড়া মুখস্ত করে নাই তাদেরকে দাড়াতে বলতেন ও অসভ্যের মত ছেলে এমনকি মেয়েদেরকে ও পীঠে (ও বুঝে নেন) পিটাতেন। আমি অবাক হয়ে ভাবতাম, তিনি নিজে কি জানেননা শিক্ষক মানে কত মহান একটি পদ? আজ বহু বছর পর বলতে ইচ্ছা করছে পৃথিবীর কোন প্রতিষ্ঠানেই যেন কাশেম স্যার এর মত শিক্ষক না থাকেন। একজন শিক্ষককে ঘৃণা করাটা অনেক কষ্টের!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।