আমাদের কথা খুঁজে নিন

   

এইসব দিনগুলো-৪ (অসম্ভব দিন বা রাতের গল্প)

আ মা র আ মি

সারাদিন শেষে রাতের নিস্তব্ধতায় আমার অসম্ভব জীবন শুরু হয় প্রতিদিন। না, কল্পনায় না, স্বপ্নেও না। জেগে, আঁধার দেখে দেখে। ধরে নিলাম নাহয় রাধাকে ডাকলাম বৃন্দাবনে একদিন। না, বাশীতে নয়, মোবাইলের রিংটোনে।

ইশারায় ভুল বোঝার দিন শেষে একেবারে সাহসী নিশ্চয়তা। সুরের টানে নয়, হয়তবা স্মার্ট যথেষ্টতায়। হয়তো জীজ্ঞাসিলাম দিনগুলোর কথা, আর রাত। জিজ্ঞাসিলাম, ঐ হাত খোঁজে কোন হাত। হয়তবা বিফলতায় সরব তবু।

তবুতো হাওয়া উড়ে যেতে পারে জানালার শিক গলে, অজানা আঁধারে। আলোর অভাবে চোখ না দেখুক, মন তো জানবে কোথাও ঠাঁই নাই আমার। আর সকালেও বিদ্যুত বাতির আলোয় অসম্ভব মনে হওয়া রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।