আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই.......জেমস

অনেকটা পথ হেঁটে এসে, হয়নি হাঁটা তোমার পাশে .... .... .... .... জানালাটা'য় মাথা রেখে, ঘুমিয়ে পরি গল্প শেষে....

ভালবেসে চলে যেও না ভালবেসে চলে যেতে নেই। পথ ছেড়ে যেতে পারো দূরে অভিমানে দেবে পারি, পুরোটা সাগর ঢেউয়ে ঢেউয়ে গোধুলীতে সেও ফিরে ফিরে জোছনার দিপালীতে ব্যথাগুলো মুছে গেছে, আর যেনো নেই নেই মুছে গেছে, আর যেনো ব্যথা নেই। ভালবেসে চলে যেও না ভালবেসে চলে যেতে নেই। সবুজের কাছে, সমঝোতা ছিড়ে এসেছিলো ঝড়। শাখা-প্রশাখার সাথে ঝড়ে গেছে অবুঝ পাতা তবু শেকড়ের মায়া জালে রয়ে গেছে সে, রয়ে গেছে সে সুরুজের আদরে ব্যথাগুলো, সুরুজের আদরে ব্যথাগুলো মুছে গেছে, আর যেনো নেই নেই মুছে গেছে, আর যেনো ব্যথা নেই ভালবেসে চলে যেও না ভালবেসে চলে যেতে নেই। সেই বয়ে যাওয়া সাগরে, ঝরে যাওয়া সবুজের প্রেম ছুয়ে, পাখিদের ডানায় ভেসে ফিরে আসো, ফিরে আসো যেখানে তোমার আমি সেই। ভালবেসে চলে যেও না ভালবেসে চলে যেতে নেই। পথ ছেড়ে যেতে পারো দূরে অভিমানে দেবে পারি, পুরোটা সাগর ঢেউয়ে ঢেউয়ে গোধুলীতে সেও ফিরে ফিরে জোছনার দিপালীতে ব্যথাগুলো মুছে গেছে, আর যেনো নেই নেই মুছে গেছে, আর যেনো ব্যথা নেই। ভালবেসে চলে যেও না ভালবেসে চলে যেতে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।