আমাদের কথা খুঁজে নিন

   

লাল ঘোড়ায় দোষ নাই



দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে পল্লবীতে একটি ঘি তৈরির কারখানায় চাঁদাবাজি করতে গিয়ে বুধবার সন্ধ্যায় এক সেনা সদস্যসহ দুজন আটক হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘি তৈরির কারখানার লোকজনসহ স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে দেয়। পরে সেনা কর্মকর্তারা এসে অভিযোগকারীসহ তাদের নিয়ে যায়। তিনি জানান, ছুটিতে থাকা সেনা সদস্য (সৈনিক) মো. শামিম খান তার ভায়রার ছেলে মনিরুজ্জামানসহ ৪/৫ জনকে সঙ্গে নিয়ে বুধবার ইফতারির আগে পল্লবী সাড়ে ১১ নম্বরের ১/বি/২ নম্বর ভবনে অবস্থিত 'বাঘাবাড়ি স্পেশাল গাওয়া ঘি' নামে একটি কারখানায় আসে। তারা নিজেদের দুদকের কর্মকর্তা পরিচয় দেয় এবং নকল ঘি তৈরি হয় বলে কারখানার মালিক হুমায়ুনকে হুমকিধামকি দেয়।

তারা বিষয়টি মিটমাট করে ফেলার জন্য মোটা অংকের টাকা দাবি করে। কথাবার্তায় সন্দেহ হলে কারখানার মালিক হুমায়ুন কবির তাদের চ্যালেঞ্জ করেন। অবস্থা বেগতিক দেখে অন্যরা পালিয়ে গেলেও শামীম খান ও মনিরুজ্জামান আটক ধরা পরে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে পল্লবী থানায় নিয়ে আসে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন আরও জানান, সেনা কর্মকর্তাদের খবর দেওয়ার পর তারা এসে অভিযুক্ত দুইজন ছাড়াও অভিযোগকারী, কারখানার মালিক হুমায়ুন কবিরকেও নিয়ে যান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "শামিম খান একজন সৈনিক। তার কর্মস্থল যমুনা সেতুতে। বর্তমানে তিনি ছুটিতে আছেন। " এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। (বিডিনিউজ২৪ডটকম)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।