আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধি এবং ভালবাসা।

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

অনেক দিন পর ব্লগে এলাম। কিছু লিখতে পারছিনা কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কোথায় যেন শুনেছিলাম," যে প্রানীদের ভালবাসার ক্ষমতা বেশি সেই প্রানীরাই বেশি বুদ্ধিমান।" ভালবাসার সাথে বুদ্ধির সম্পর্ক কোথায়? আর যদি থেকেই থাকে তবে সেটাতো আমরা নিজেরাই প্রমান করে দিতে পারি তাইনা? কেন অযথা একে অন্যকে খোঁচা মেরে তর্কের খাতিরে তর্ক করে নিজেকে নিজে চরম বুদ্ধিহীন প্রানী হিসেবে উপস্থাপন করা? 'ব্লগ' শব্দের অর্থ কি বিতর্ক মঞ্চ? যেখানে কোন প্রয়োজন ছাড়াই নিজের মতামতের সাথে না মিললে অযথা বস্তা পঁচা সব যুক্তি আর ব্যাক্তি আক্রমন করা হবে? সুন্দর ভাবে কি নিজের যুক্তি উপস্থাপন করা যায়না? সকল ব্লগারের কাছে জানতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।