আমাদের কথা খুঁজে নিন

   

আরও কত রকমের ব্যবসা যে দেখতে হবে...

... কি যেন বলতে চাচ্ছিলাম ...

জিপি থেকে ২বার করে sms আসলো... সুরা ইয়াসিন শোনা যাবে wap.gpworld.com সাইট থেকে ডাউনলোড করে নিলে। নিশ্চই খুবই ভাল উদ্যোগ(?) জানি না এদের টাকার অভাববোধ এত বেশি কেন। একটা সুরা ডাউনলোড করতে ২০টাকা(মাত্র!) লাগবে(এটা অবশ্য sms এ লেখা নেই, ওদের সাইটে ঢুকে দেখলাম)। গুগল এ সার্চ করে দেখলাম এরকম ফ্রি সাইট এর অভাব নেই। আমি বুঝি না কেউ জিপির সাইট থেকে কোন কিছু ডাউনলোড করলে এমনিতেই প্রতি কিলোবাইট ২ পয়সা করে ট্যারিফ দেয়া লাগে - তারওপর আবার কনটেন্ট ওপর আবার চার্জ কেন?? !! এটা কি মগের মুল্লুক নাকি!! হ্যাঁ, যদি তাদের সাইটে ইউনিক কোন কনটেন্ট থাকে যা অন্য কোন সাইটে নেই তাহলে তারা টাকা নিতে পারে।

কিন্তু হিন্দি/ইংরেজী গানের রিংটোন/ভিডিও তো জিপির নিজস্ব কপিরাইট করা কোন কনটেন্ট না। তাহলে এগুলো জিপি বিক্রি করে কিভাবে! আর অনেক সাইটেই এগুলো ফ্রি পাওয়া যাচ্ছে(যেমন funmaza.com) হয়তঃ তারা এর জন্য কিছু এ্যাড দিচ্ছে। জিপির মেসেজ বন্যায় আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে। আমি ভাবছি কিভাবে এর বিরুদ্ধে স্প্যাম রিপোর্ট করা যায়। ফাজলামো নাকি! যখন তখন ঘুমের মধ্যে মেসেজ এর এ্যালার্ট এ ঘুম ভেঙ্গে যায়।

:@ আমাদের দেশে ভোক্তা-অধিকার আইন বলবত নেই বলেই কি যে যা ইচ্ছা তাই করে ব্যবসা করে যাবে আর আমরা সবাই তা মুখ বুজে সহ্য করে যাব.... এ ব্যাপারে আপনাদের সকলের মতামত জানতে চাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।