আমাদের কথা খুঁজে নিন

   

বড় মজার জামাতের এমপিরা। যা কিছু আচে সব পোটলায় ঢুকায়



পন্চগড় -১ থেকে এ ভদ্রলোক নির্বাচন করেছেন তিন বার ১৯৯১, ১৯৯৬ আর ২০০১ সনে। কোন বার এক নামে নির্বাচন করেননি, সময় যাওয়ার সাথে সাথে তার নাম বদল হয়েছে। ১৯৯১ সনে তিনি নির্বাচনে অংশগ্রহন করেছেন মোহাম্মদ আবদুল কাফি নামে, ১৯৯৬ সনে তিনি হয়ে গেলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাফি আর ২০০১ সনে তিনি হয়ে গেলেন প্রফেসর আব্দুল কাফি। নাম বিবর্তন হবার ব্যাপারে জামাত চ্যাম্পিয়ন আমরা জানি কিন্তু এ কাফি তার নামে কাফি বদল আনছেন। (সুত্র বাংলাদেশ নির্বাচন কমিশন) মাওলানা, প্রফেসর মোহাম্মদ আব্দুল কাফি ২০০১ সনে নির্বাচনে বিজয়ি হবার পরে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন। তিনি ফেব্রুয়ারি ২৩ তারিখে ২০০৪ সনে উত্তরায় একটি প্লট পান এবং দখল বুজে নেন। তারপর তিনি একটি মিটসুবিসি পাজেরো গাড়ি আমদানি করেন। মন্দ লোকে বলে এর বেশিরভাগ আয়ের কোন হদিস পাওয়া যায়না, আর ও মন্দ লোকে বলে তিনি তিনটি নির্বাচনে দাড়ালেন কিন্তু কোথা থেকে নির্বাচনী ব্যয় পেলেন। আমি বেস সিওর এ সব প্রশ্নের কোন না কোন বেহেশতি জবাব আচে, মাগার আল্লা কো পেয়ারে হয়ে এ বেহেশতি এমপি বেহেশত নাজিল হয়ে গেছেন ২০০৫ সনে তাই তার জাগতিক হিসাব নিকাস আর পাওয়া গেলনা বড় মজার জামাতের এমপিরা। সত লোকের শাসন চাইয়া আর আল্লার আইন চাইয়া দুনিয়ার জাগতিক যা কিছু আচে সব পোটলায় ঢুকায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।