আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হায়াত পরিবারের অজানা কথা-৭

আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..

ফটো ক্যাপশন- বিয়ের কিছুদিনের মাথায় আবুল হায়াত-শিরিন নব দম্পতি। আবুল হায়াতের অবসর সময়.. কাজপাগল এ মানুষটির অবসর খুবই কম। শুধু ঘুমাতে যাওয়ার আগে যতোটুকু সময় পান। আর বাকি সময় শুধু কাজ আর কাজ। আগে বছরের ৩৬৫ দিনই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতেন।

কিন্তু গত কিছু দিন ধরে সপ্তাহে অন্তত একদিন অবসর কাটাতে চেষ্টা করছেন। আর আগামীতে সপ্তাহে একদিনের পরিবর্তে দু-দিন বাসায় রেস্ট নেবেন বলে জানালেন। আর বাকি পাচদিন ডুব দেবেন কাজের মধ্যে। রবীন্দ্রসঙ্গীত তার খুবই প্রিয়। অবসর পেলেই রবীন্দ্রসঙ্গীত শোনেন, মাঝে মধ্যে গুনগুনিয়ে গাইতেও চেষ্টা করেন।

এছাড়া যথাসম্ভব প্রচুর বইও পড়েন। অনেক আগে থেকেই তিনি কৃকেট খেলার একজন দারুণ ভক্ত, সময় সুযোগ পেলেই টেলিভিশনের সামনে কৃকেট খেলা দেখতে শুরু করেন। তাছাড়া নিয়মিতভাবেই কৃকেট খেলার খোজ-খবর রাখেন। বিশেষ করে বাংলাদেশের ধারাবাহিক বেশ কয়টি সাফল্য দারুণভাবে মুগ্ধ করেছে। লিগ পর্যায়ে ওয়ার্ল্ড কাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচই দেখতে চেষ্টা করেছেন।

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কৃকেট টিমের সুপার এইট পর্বে ওঠার পর প্রত্যাশার ব্যারোমিটার প্রায় কয়েকগুণ বেড়ে গিয়েছিল এ মানুষটির। ফটো ক্যাপশন- ১.বিয়ের কিছুদিনের মাথায় আবুল হায়াত-শিরিন নব দম্পতি। ২. লিবিয়াতে থাকাকালীন দুই মেয়ে(বিপাশা-নাতাশা) ও স্ত্রী শিরিনসহ আবুল হায়াত। (চলবে..)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.