আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স/মাইনফিল্ড 3.0a9

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

সফটওয়্যার কোম্পানিগুলো তাদের সফটওয়্যার এর পূর্নাঙ্গ সংস্করণ বের করার আগে কিছু পরীক্ষামূলক সংস্করণ বা আলফা/বেটা ভার্সন ছাড়েন যা সফটওয়্যার এর বাগ টেস্ট বা স্ট্যাবিলিটি পরীক্ষায় সাহায্য করে। এসব সংস্করণে অনেক সমস্যা থাকে। তাই অনেকেই আছেন যারা বিভিন্ন সফটওয়্যার এর পূর্নাঙ্গ সংস্করণ ব্যবহার করতে চান। কিন্তু আবার এমন অনেকেই আছেন যারা পরীক্ষা করতে পছন্দ করেন। ওপেন সোর্স ব্রাউজার মোজিলা বা ফায়ারফক্স তাদের পূর্নাঙ্গ সংস্করণের পাশাপাশি আলফা সংস্করণও ইন্টারনেটে ছাড়েন যা তাদের প্রজেক্ট আকারে থাকে। ফায়ারফক্সের সংস্করণ ৩ এর কোড নেম গ্রান প্যারাডিসো (Gran paradiso) যার আলফা ভার্সনের নাম হলো মাইন ফিল্ড(Mine field). যারা পরীক্ষামূলক সংস্করণ নিয়ে খেলা করতে পছন্দ করেন তাদের জন্য নিচের এই লিংক। এখানে উইন্ডোজ,লিনাক্স, ম্যাক ইত্যাদি অপারেটিং সিস্টেমের জন্য এক্সিকিউটেবল (exe) ফাইল ও সোর্স কোড পাওয়া যাবে মোজিলা ট্রাংক আর হ্যাঁ যারা ফায়ারফক্সের সর্বশেষ পূর্নাঙ্গ সংস্করণ চান তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই লেখাটি প্রথম প্রকাশ করা হয়েছে আমাদের প্রযুক্তি ফোরামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।