আমাদের কথা খুঁজে নিন

   

আশা করি মুছিবতের সমাধান পাব !

চাকুরীটা ভালো ভাবেই চলছিল। অফিসের বসের কড়া হুকুম এখন থেকে অফিসের সকল হিসাব নিকাস ওয়ার্ড এক্সেল এর মাধ্যমে করে, হুজুরের দরবারে পেশ করিতে হইবে। পরিলাম মহা মুছিবতে ! কম্পিউটারে সাড়া দিন ঘাটা ঘাটি করি, ইন্টারনেট, ফেইসবুক আড্ডা দিই ব্লগেও মাঝে মধ্যে ঢুইবা থাকি। এম.এস.ওয়ার্ড, ইলাষ্ট্রেটর, ফটোসপ কমবেশি পারি, কিন্তু ওয়ার্ড এক্সেল সেই রকম পারি না। একটু আকটু পারি, যা দিয়া বসের পেট তো দূরের কথা মনও ভরবে না ! এদিকে বসের চান্দিও গরম। তাই দেরীও করন যায় না। তাই,চোখে-মুখে কিছু দেখতে না পাইয়া ব্লগার ভাইদের নিকট সবিনয়ে শরনাপন্ন হইলাম। ব্লগার ভাইদের নিকট আকুল আবেদন- সহজে, কম সময়ে,কীভাবে, ওয়ার্ড এক্সেল এর কাজ শেখা যায় এ পথ যদি দেখাইয়া দেন বা শিখাইয়া দেন তাহলে, আমি অভাগা অনেক উপকৃত হইব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।