আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের পবিত্রতা



মগবাজার মোড়ে একটা হোটেলের সামনে কালো পর্দা জুলিয়ে খাবার বিক্রি হচ্ছে দেদারছে।আমি ৫ মিনিট জ্যমে পড়ছিলাম আর দেখলাম অত্যন্ত নাদুস নুদুস লোকও খেয়ে বের হচ্ছে।সন্দেহ ছিল তারা মুছলিম না হিন্দু হঠাত আক্কেল গুড়ুম হয়ে গেল যখন দেখলাম হুজুর মত একজন হোটেল থেকে বের হলেন।আমি এনাকে হিন্দু ভাবতে পারবোনা তবে অসস্থ ভাবতে পারব।কিন্তু রমজানের পবত্রতা বজায় রাখতে উনার এভাবে খেতে যাওয়াটা আমি সমর্থন করতে পারছিনা,আপনারাকি পারেন?পবিত্রতা বজায় রাখতে হোটেল গুলা তাদের খাবার পরিবেশনা সিমিত করা উচিত নয়কি?কালো পর্দা দিয়া রমজানের পবিত্রতা ঢেকে রাখা আর কত কাল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।