আমাদের কথা খুঁজে নিন

   

এমন কিছু ব্যথা থাকে যা কখনও বলা যায় না

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

এমন কিছু ব্যথা থাকে যা কখনও বলা যায় না ব্যথা শুধু ব্যথাই থাকে যা অন্য কিছু হয় না আমিও এমন এক ব্যথা... দুঃখ পেয়েই চলেছি বিশ্বাস করে শেষে অনেক অনেক কেদেছি বড় কষ্ট পেয়েছি বড় দুঃখ পেয়েছি। আমি আকাশকে বলেছি ও আকাশ... আমার এই ব্যথা তুমি নাও না আকাশ হেসে বলে আমার এই বুক ভরে কাল মেঘ জমে আছে তুমি কি দেখ? সাগর হেসে বলে আমার এই বুক ভরে জমে আছে আকাশের কান্না তুমি কেন বোঝনা আমি পাহাড়কে বলেছি ও পাহাড়... তোমার ঐ মৌনতা দিয়ে দাও না পাহাড় জবাবে মৃদু হেসে বললো যে বুক চিরে বয়ে চলা ঝরনা দেখনা আমার যত ব্যথা আমার এই চোখ বেয়ে গলে গলে পরতে কি দেখ......না এইত আমার বেদনা এইত আমার বেদনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।