আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের কুইজ!

...

পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে স্বাগত । রমজান উপলক্ষে কিছু করতে ইচ্ছা করছে । অনেক চিন্তা ভাবনা করলাম । কিন্তু কিছু না পেয়ে শেষ পর্যন্ত ঠিক করলাম ব্লগে কুইজের আয়োজন করলে কেমন হয় । যেই ভাবা সেই কাজ ।

হাজির হয়েছি কুইজ নিয়ে! কুইজ হবে ইসলাম সম্পর্কিত । অন্য কিছু হতে পারে কিন্তু আপাতত বিষয় টা ‘ইসলাম’ থাক । আসুন তাহলে, আপনার কতটুকু জানেন তা এই কুইজের মাধ্যমে পরখ করে নিন । নিয়মাবলী : প্রতিদিন সেহরীর সময় ৭ টি করে প্রশ্ন করা হবে । আপনারা সারাদিন ধরে উত্তর খুঁজবেন ।

সঠিক উত্তর যদি জানেন তবে তা অবশ্যই তারাবীহ্ এর আগে পোস্ট করতে হবে মন্তব্যের ঘরে । অর্থাৎ রাত ৮ টার আগেই (বাংলাদেশের সময়) আপনাকে সঠিক উত্তরটা পোস্ট করতে হবে । যে সবচেয়ে বেশি এবং/অথবা দ্রুত উত্তর দিতে পারবেন তাকে আমরা ভার্চুয়াল হাত তালি দিয়ে অভিনন্দন জানাবো । তাহলে দেরী না করে শুরু করে ফেলি । খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি--- ১) ‘কুরআন’ শব্দটির অর্থ কি? ২) কোথায় কুরআন অবতীর্ণ হয়? ৩) কার উপর কুরআন অবতীর্ণ হয়? ৪) কুরআনকে আর কি কি নামে ডাকা হয়? (অন্ততপক্ষে ৪টি নাম বলতে হবে) ৫) কুরআনে মাক্কী সূরার সংখ্যা কতটি? ৬) কুরআনে মাদানী সূরার সংখ্যা কতটি? ৭) কুরআনে রুকুর সংখ্যা কতটি? সহজ না? তাহলে ঝটপট উত্তর গুলো মন্তব্যের ঘরে পোস্ট করে ফেলুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।