আমাদের কথা খুঁজে নিন

   

TC : ছোটবেলার ভীতি আর বড়বেলার প্রীতি।

একাকী চলছি জীবনের বন্ধুর পথে, সঙ্গীহীন। কিছুদিন আগে ফেবুতে chat শেষে এক বন্ধুর কাছ থেকে বিদায় নেবার সময় বন্ধুটি লিখল, “TC”। ওই মুহূর্তে TC এর মর্মার্থ বুঝতে ব্যার্থ হলাম, আর ছোটবেলার কথা মনে পরল। যখন ক্লাস থ্রী/ফোর এ পড়তাম, ক্লাসের শিক্ষক আর সহপাঠীদের মুখে শুনতাম যে অমুক ক্লাসের অমুক ভাই ক্লাসে দুষ্টুমি করে অমুক দিন অমুক স্যারের হাতে ধরা পরে টিসি(TC ) খাইসে। এই আতংকে ক্লাসে দুষ্টুমি করতাম না।

এমনকি টাইগার স্যারকে দেখলে যতদ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করতাম। আর আঃ রহমান স্যারের কথা না বলাই মনে হয় ভালো। আরেকটু বড় হয়ে, মানে সেভেন/এইট এ উঠে TC-র জন্য দরখাস্ত/application লিখতে হত। যে জিনিসের ভয়ে চুপ থাকতাম, আজ সে জিনিসের জন্যই দরখাস্ত? আমি আবার ওই ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড ? জীবনে কেবল এই দরখাস্ত লিখতে গিয়েই ফার্স্ট বা সেকেন্ড হইসিলাম, আর কখনই পারি নাই। শেষ পর্যন্ত বড় আপার সাথে কথা বলে TC বিষয়ে পরিষ্কার ধারণা পাই, আর ভীতিটাও দূর হয়।

যাই হোক, কুহু’র ওই TC এর অর্থ পরে বুঝলাম, TC = Take Care. ভাগ্য ভালো যে আপাকে বিষয়টা নিয়া কিছু জিজ্ঞাসা করি নাই। নইলে ইজ্জত ভর্তা দিয়া ভাত খেতে হত (সাথে মাইর ফ্রী!) শেষ পর্যন্ত TC নিয়া ভালই আছি। দোয়া করবেন যেন এই জীবনে আর TC র কোনও নতুন অর্থ না জানতে হয়। (যদি কেউ আরও অর্থ জানেন, তাহলে জানালে খুশি হতাম। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।