আমাদের কথা খুঁজে নিন

   

নগর বাউল জেমস ও সারথী চ্যাটার্জির সঙ্গীত সন্ধ্যায় ধ্রুপদী ও রক সঙ্গীতের অনবদ্য ফিউশন

আমি আপনাদের গান শুনাবো

সারথী চ্যাটার্জি ও জেমস একটা গান আগে থেকেই ঠিক করে রেখেছিলেন মঞ্চে গাওয়ার জন্য। কিন্তু জেমস হঠাৎই বলে বসলেন ‘এ গানটা গাইবা না’। সারথী চ্যাটার্জিও বললেন ‘তবে গাইব না’। তার বদলে তারা করলেন নতুন এক গান। মঞ্চেই তৈরি হলো সে গান।

ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের গুরু ও বাংলাদেশের রক মিউজিকের জনপ্রিয় শিল্পী ইম্প্রোভাইজেশনে মঞ্চেই তৈরি করলেন অনবদ্য এক ফিউশন। এতে রাগ বাগেশ্বরীর সঙ্গে মিশেছে রকের তাল, লয় ও সুর। গতকাল সন্ধ্যায় দেশে প্রথমবারের মতো ফিউশন মিউজিকের আসর বসেছিলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চ্ক্রবর্তী ও সাংস্কৃতিক সচিব এবিএম আবদুল হক চৌধুরী।

যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক শিল্কপ্পকলা একাডেমী ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। আসরের শুরুতে সন্ধ্যার জো-এর সঙ্গে রক মিউজিকের সুর-তালের সংমিশ্রণে তৈরি একটি সঙ্গীত পরিবেশন করেন দুই শিল্পী। এরপর তারা পরিবেশন করেন জেমসের ‘দুখিনী দুঃখ করোনা’ গানের ফিউশন রূপ। এই গানে সারথী চ্যাটার্জি জেমসের সঙ্গে গেয়েছেন ‘পিয়া দুখ না করো’, ‘রাতের তারা আমায় কি তুই বলতে পারিস/ কোথায় আছে কেমন আছে মা’। গেয়েছেন হোলি উৎসবকে কেন্দ্র করে তৈরি করে একটি ফিউশন।

এর পর দীর্ঘক্ষণ ধরে তারা পরিবেশন করেছেন একের পর এক ফিউশন মিউজিক। মিলন ঘটেছে তবলা, কিবোর্ড, গিটার ও ড্রামের। রক আর ধ্রুপদের। দুই শিল্পীর পরিবেশনা ছুঁয়ে গেছে শ্রোতাদের হৃদয়। অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেছেন ভারতের বিখ্যাত তবলা শিল্পী প্রসুন চ্যাটার্জি।

এছাড়া ড্রামে ফান্টি, কিবোর্ডে তমাল এবং বেজ গিটারে ছিলেন বুলবুল। সারথী চ্যাটার্জি ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সপৃক্ত। ২০০৪ সাল থেকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নৃত্য ও সঙ্গীত কেন্দ্রে বাংলাদেশি ছাত্রদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে তালিম দিচ্ছেন। জেমস বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী। সাম্প্রতিককালে তিনি ভারতের হিন্দি সিনেমায় প্লেব্যাক করেছেন।

তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘দুঃখিনী দুঃখ করোনা’ ইত্যাদি। ফিউশন মিউজিক পশ্চিমা দেশগুলোতে এখন খুব জনপ্রিয়। এতে রক অ্যান্ড রোলের সঙ্গে জ্যাজ এবং স্যাক্সোফোনের সঙ্গে জ্যাজের পরীক্ষামূলক সংমিশ্রণ ঘটানো হয়। [আমি দৈনিক সমকাল থেকে খবরটা নিয়েছি]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।