আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের তথ্য সংগ্রহ :নৈতিকতার দিক থেকে কতোটুকু সঠিক

সমবেত চেষ্টায় অংশগ্রহন।

সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ এখানে আমাদেরকে ব্লগিং করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা কৃতজ্ঞ। কর্তৃপক্ষের সম্পূর্ণ অধিকার আছে আমার আই.পি জানার,আমার ইমেইল ঠিকানা জানার,আমার আসল নাম জানার (যেটি রেজিষ্ট্রেশনে আমি উল্লেখ করেছি)এবং আমার মোবাইল নাম্বার জানার। (সেটিও রেজি:ফরমে দিতে হয়)।

কিন্তু স্বাভাবিক ভাবেই আমি আশা করি যে তারা এই তথ্যগুলোকে গোপন রাখবেন তাদের ডাটাবেইসে এবং সেই তথ্য তারা আর কারো কাছে প্রকাশ করবেন না। তবে দেখা যাচ্ছে যে http://sw.banglacomputing.net/august07.php নামের একটি ওয়েব সাইটে ব্লগের কিছু সেনসিটিভ তথ্য পাবলিক মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে। এখানে দুইটি জিনিষ হতে পারে। ১.কর্তৃপক্ষ এই কাজটি করছেন। (যেটি কতোটুকু নৈতিক সেটা তারাই ভালো বলতে পারবেন।

) ২.অন্যকেউ কোন উপায়ে সেই তথ্যগুলো সংগ্রহ করছেন। দুই ভাবেই আমি বিপন্ন বোধ করি। আজ তারা আমার ব্লগ উপস্থিতির ডাটা প্রকাশ করছেন ,কালকে আমার মোবাইল নাম্বার আর ই'মেইল এড্রেস যে প্রকাশ করবেন না তার কোন নিশ্চয়তা নেই। এভাবে একটি সাধারন ভীতি আমাদের সবার মাঝে বিশেষ করে মেয়ে ব্লগারদের মাঝে ছড়িয়ে যেতে পারে যা সামগ্রিক ভাবে ব্লগিংকে ক্ষতিগ্রস্থ করবে। আমি আশাকরি এ জাতীয় পোস্ট প্রকাশ করে কোন ধরনের ভীতি ,বিভ্রান্তি এই সব ছড়ানো থেকে সংশ্লিষ্ঠরা বিরত থাকবেন।

এবং অবিলম্বে এই সাইট হ্যাক করার সকল দ্বার সামহোয়্যারের প্রোগ্রামাররা বন্ধ করে দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.