আমাদের কথা খুঁজে নিন

   

ওরে গাড়িতে তোল, মাথায় পানি ঢাল


ঘটনার শিকার প্রকৌশলী জাহেদ লতিফ। চট্টগ্রাম: বাসা থেকে বের হয়ে রিক্সায় করে অফিসের বাস ধরতে যাচ্ছিলেন সীতাকুন্ডের বড় কুমিরা এলাকার কর্ণফুলী স্টিল মিলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ লতিফ। নগরীর চকবাজার কাঁচাবাজার মোড়ে হঠাৎ রিক্সার গতিরোধ করেন এক পুলিশ কনস্টেবল। ছুটে আসেন ইকবাল হোসেন নামে চকবাজার থানার এক উপ-সহকারী পরিদর্শকও (এএসআই)। জাহেদ কিছু বুঝে উঠার আগেই হাত ধরে রিক্সা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ফেলেন এএসআই ইকবাল।

অশ্রাব্য ভাষায় হুংকার দেন, ওরে হ্যান্ডকাপ লাগা। অপরাধ কি জানতে চাইলে আরও ক্ষুব্ধ হন ওই এএসআই। বলেন, ‘ওরে গাড়িতে তোল, মাথায় পানি ঢাল। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কিংকতর্ববিমূঢ় জাহেদ লতিফের শরীরে তল্লাশি করে দেড় হাজার টাকা হাতিয়ে নেয় এএসআই ইকবাল। এরপর তাকে ছেড়ে দেয়া হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। বুধবার এএসআই ইকবাল হোসেনের বিরুদ্ধে নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন জাহেদ লতিফ। বুধবার সন্ধ্যায় অভিযোগের একটি কপি নিয়ে বাংলানিউজে আসেন জাহেদ লতিফ। কান্নাজড়িত কন্ঠে তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি বুঝতেও পারিনি আমার অপরাধ কি ? হটাৎ আমাকে ধরে মা-বাবা তুলে গালিগালাজ শুরু করল। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং কলেজের অধ্যক্ষ বলে পরিচয় দেয়ার পরও তারা আমাকে কোন সহানুভূতি দেখাননি।

’ এ বিষয়ে কথা বলার জন্য বেশ কয়েকবার এএসআই ইকবাল হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। চকবাজার থানার ওসি আতিক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়েছে বলে শুনেছি। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে এএসআই ইকবালের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ’ জাহেদ লতিফ বাংলানিউজকে জানান, তাকে হয়রানির এক পর্যায়ে তিনি নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার পরিচয় দেয়ার চেষ্টা করেন। কিন্তু এএসআই ইকবাল এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেন।

বাধ্য হয়ে জাহেদ লতিফ প্রতিবাদের চেষ্টা করেন। বলেন, ‘আপনার‍া জনগণের সেবক, আপনার‍া এ ধরনের আচরণ করছেন কেন ?’ একথা শুনে এএসআই ইকবালসহ কনস্টেবলরা তার সঙ্গে ঠাট্টা শুরু করে দেন। ইকবাল বলেন, ‘এই তোরা এর মাথায় পানি ঢাল। একে নাকি সেবা করতে হবে। ’ এসময় অদূরে দাঁড়ানো জাহেদ লতিফের রিক্সাওয়ালাও প্রতিবাদের চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন এক কনস্টেবল।

জাহেদ লতিফ বাংলানিউজকে বলেন, ‘ঘটনার পর আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। কারও আচরণ এতটা খারাপ হতে পারে, সেটা আমি কল্পনাও করতে পারিনা। আমি দু’দিন ধরে অফিসে যাইনি। আমি এ ঘটনার বিচার চাই। ’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।