আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ৪৮

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

প্রাগৈতিহাসিক যুগের কতা, যখন ফল্পি চাকতি আছিলো তথ্যের প্রধান বাহন, সেই সময়ে আমাগো ভোলা সিং বাটপাড় ইন্টারন্যাশনালে কাম করতো । পেরথম দিন থিকাই কোলিগরা বুইঝা গেছে এইলোক পুরা ভুদাই । তারে খুঁচানো শূরু করছে সবাই । সবাই তারে "সু পরামর্শ " দিতেছে । একজন কইছে ওয়াটার কুলারের পানিতে আর্সেনিক আছে । নিরাপদ হইলো টয়লেটের বদনা থিকা পানি খাওন । আরেক জন বুঝাইছে "বুঝলা ভোলা! আইজকাল ফ্যাশন হইতেছে সমস্ত জিপার যতটা পারা যায় খুইলা রাখা ! তাইলেই তুমি ঠান্ডা মিয়া মানে কুল পার্সন!!!" তো একদিন ভোলার বসে তারে একটা ফাইল, ফল্পিতে কইরা আনতে কইছে । ভোলা সেইটা আইনা কয় "আইজ অ্যান্টি ভাইরাস প্রোগ্রামটা কাম করতেছে না ।" "বুকা চুদা ভোলা! তোর বেরেনে কী তালা? এইটা কী জড়ায়া আনছস ? খুলে না ক্যান? " 'কইলাম না, অ্যান্টি ভাইরাস নষ্ট?" "তার লগে এইটার কী সম্পর্ক চুদি কা দুলাভাই?" 'আমার কোলিগ, গাব্বু সিং কইলো "সেই জন্য ডিস্কেটটা কনডমে জড়াইয়া নিয়া যাও!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।