আমাদের কথা খুঁজে নিন

   

বলদ মার্কা টিউনস হট বিভাগে আর শিক্ষামূলক টিউন অতল সাগরে ব্যপারটা কি?

আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা ভালো থাকেন এটাই কাম্য। আজকে আপনাদের মাঝে আমার দুঃখের কিছু কথা বলব, আশা করি পাশে থাকবেন এবং কিছু যুক্তিপূর্ন কথা বলব তা খেয়াল করুন। আমরা সবাই টেকটিউনস পরিবারের সদস্য। সদস্য হিসেবে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5-6 মাস ইত্যাদী সময়ে যুক্ত আছি।

এখানে আমরা যারা সদস্য তাদের প্রত্যেকেরই কোননা কোন টেকনিক্যাল কাজে জ্ঞান আছে স্বাবাবিক, কিন্তু জ্ঞান নেই এরকম সদস্য আছে কি? যদি ও থেকে থাকে তাদের মধ্যে বেশিরভা্গই টিউন করেনা, তারা শুধু দেখে যায় এবং শিক্ষাগ্রহন করে, অনেক ভালো কথা। যিনি অভিজ্ঞলোক তারও শিক্ষার শেষ নেই তিনিও প্রতিদিন নতুন নতুন কিছু টিপস এই টেকটিউনস থেকে শিখতে পারছেন।
আমি বলতে চাই যাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা মান সম্মত টিউন করুন যাতে আমরা আপনাদের অভিজ্ঞতার আলোকে আলোকিত হতে পারি। টাকা পয়সা দিয়েত আর সবাইকে ধনী বানানো সম্ভব না কিন্তু আপনার দক্ষতা যদি আমাদের মত অদক্ষ লোকদের মাঝে শেয়ার করেন তাহলে হয়তো তার উপর ভর করে নিজেকে স্বচ্ছল করে তোলা যাবে।
টিউনস করার অভিজ্ঞতা নাই তবুও নিজেকে পন্ডিত ভেবে টিউন করে ফেলি তাও আবার পত্রিকার কোন একটি প্রযুক্তি বিষয়ক লেখা দেখে।

পরবর্তীতে দেখা যায় যে যারা কমেন্টস করেন তারা হয়তো যানতে চান ভাই এই কাজটি কেমন করে হলো,েআমি এই উপকরনটি পাবো কোথা থেকে? কিন্তু আফসোস টিউনার সাহেব আর কমেন্টস এর উত্তর দেন না, দিবেন কিভাবে সে নিজেও যানেনা এটা কেমন করে হলো।
এবার একটু লক্ষ করুন কিছু দিন আগে টেকটিউনসে প্রবেশ করে দেখি একজন টিউনার টিউন করছেন শিরনাম নিম্নরূপ:
তার শিরোনাম দেখে একটু আশ্বস্ত হলাম যে কচ্ছপ মার্কা ইন্টারনেটের জন্য এবার মনে হয় কিছু আবিষ্কৃত হইছে। ব্যস ঢুকলাম তার টিউনটি দেখার জন্য কিন্তু সবাই না বুঝলেও অভিজ্ঞ জনেরা আবিষ্কৃত মেশিনটির কাহিনী বুঝতে পেরেছেন অর্থ্যাৎ রাউটারের স্পীড 11 এমবি ইন্টা: ডাউনলোডের নয় অনেকে কমেন্টস করেছেন আমারটা 100 এমবি পায়। তিনি ভাঙ্গা একটি জালি ফ্যানের মাঝখানে ওনার রাউটারটি স্থাপন করে তার উপর একটি ছোট্ট কুলিং ফ্যান যুক্ত করে এই মেশিনটি আবিষ্কার করেছেন এখন বুঝেন ওনি কত অভিজ্ঞ, আপলোড আর ডাউনলোড স্পীড কি রাউটার নিয়ন্ত্রন করে নাকি আই এস পি ? আমরাত ভালো বাবে 1 এমবিও পাইনা পাবো কিভাবে তারা  দেয়নি।
এবারা দেখেন আমরা কত বোকা তার এই টিউনটি দেখে বুঝার পর কমেন্টস করতে শুরু করলাম একেক জনে এমন ভাবে কমেন্টস করতে শুরু করছে যে যেমন মনে হচ্ছে তারা চ্যাটিং করছে এই কমেন্টস করতে করতে প্রায় 50-60 টা কমেন্ট এই টিউনসটির উপর জমা পরেছে শেষ মেশ কি হলো তার টিউনটি হট টিউনসে যুক্ত হলো।

আপনি এত বছর ধরে মান সম্মত টিউনস করছেন অথচ একটি টিউনও আপনার হট বিভাগে উঠে নাই, আর গাধা মার্কা টিউনসটি হট টিউনসে চলে আসলো। কেন আসলো যানেন? আপনার কমেন্টস এর কারনে কমেন্টস বেশি হলে টিউনস টি অটোমেটিক ভাবে হট বিভাগে চলে যায়। একটু ভাবেনতো আপনার টিউনসটি হট বিভাগে চলে গেলে আপনার মনটা কেমন লাগবে? অনেক অনেক ভালো লাগবে কারন এই টিউনসগুলি নিবার্চিত টিউনসের পরেই থাকে এবং সবার দৃষ্টিও এর মাধ্যে থাকে।
আর যারা ভালো ভালো শিক্ষা মূলক টিউন করছে যা থেকে আমরা শিখছি এবং উপকৃত  হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় তাদের টিউনগুলি পড়ে আমরা লগ-ইন এর আলসামিতে একটি কমেন্টসও করিনা এই কমেন্ট না করার কারনে তার  এই শিক্ষামূলক টিউনসটি দিনের মধ্যেই হারিয়ে যায় তা দেখার জন্য 2-3 পেজে গিয়ে দেখতে হয়।

অথচ তার টিউনসটি আমরা কিছু দিনের জন্য হট বিভাগে রাখতে পারি।
তাই আমার একটি আবদার সবাই মান সম্মত টিউনগুলি দেখবেন বিচার করবেন কি পেলেন কি শিখলেন যদি পেয়ে থাকেন তাহলে তাকে একটা কমেন্টস এর মাধ্যমে ধন্যবাদ জানান, এভাবে কমেন্টস করতে করতে তার টিউনসটি হট বিভাগে চলে আসবে। আর যদি আপনার কাছে অনেক ভালো লাগে তাহলে তাকে নির্বাচিত মনোয়ন দিন। এতে করে অভিজ্ঞ টিউনার ভাইয়েরা বেশি বেশি মান সম্মত টিউন করবে, আমরাও তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।
সব শেষে আবারও বলতে চাই কোন টিউনার যদি খারাপ টিউন করে তাতে কমেন্টস করা থেকে বিরত থাকুন কারন আপনার একটি কমেন্ট একটি ভোটের মতো।

যদি দেখেন কেউ খারাপ মন্তব্য করেছে তবে আপনিও মনে মনে ভাববেন হ্যা টিউনটি মান সম্মত না তাই এইটুকু ভাব লিখে প্রকাশ না করাই ভালো 2-6 জনের কমেন্টসই যতেষ্ঠ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।