আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা বিকেলের গান

আমার মেঘের বুকে জল/তোমার তেমন আকাশ কই/ইচ্ছে করে আরেক জনম/মুষলধারা হই...

গ্রীষ্ম আমি দুরন্ত এক দুপুর হয়ে, মনখানি তোর ছোঁব তু্ই আমের বনে পথ হারালে, আমি বোশেখ এনে দেবো। উড়বে ধুলা পথের ধারে, কালবোশেখির ঝড়ে, তুই আর আমি যাব ভেসে, ভালোবাসার তোড়ে। বর্ষা পাগল হাওয়ার বাদল দিনে, আম কুড়ানো শেষে, আষাঢ় হয়ে আসবো আমি, মেঘে ভেসে ভেসে। মন হারালে আমায় তুই, ডাকিস তমাল তলে, কাদবি কেনো,ঝরবে শ্রাবণ, তোর আমার চোখের জলে শরত তোর রংধনুতে মন রাঙাবো, একটু ভালোবাসিস, আমি পূবাল হাওয়ায় উড়াল দেবো, তুই আশ্বিনেতে আসিস। কাশবনের ফুলে ফুলে, মন সাজাবো তোর, তোর কথা ভেবে ভেবে, রাত হবে ভোর।

হেমন্ত হাজার কথা হয়নি বলা, ওসব জমা রাখিস, আমি অঘ্রানে তোর বাড়ি যাবো, তুই অপেক্ষাতে থাকিস। ছায়া সুনিবিড় গাঁয়ের ধারে, নবান্নের উতসবে, অস্ত যাওয়া রাঙা আলোয়, মোদের দেখা হবে। শীত তুই পথ চেয়ে থাকিস আমার, তোর গায়ের সীমানায়, আমি শিশিরে তোর মন ধোয়াবো মাঘের কুয়াশায়। হিমেল হাওয়ার শেষ বিকেলে, তোকে মনে পড়ে, ঝরা পাতার কাব্যগুলো, কেবল ঝরে পড়ে। বসন্ত শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়, মন ভিজিয়ে রেখে, একলা আমি চেয়ে থাকি, তোর পথের দিকে।

চল ফাগুনঝরা আগুন দিনে, দূর নীলিমায় পা বাড়াই, শিকল ভাঙার আরেকটি দিন, তুই আর আমি পথ হারাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।