আমাদের কথা খুঁজে নিন

   

শামীম আজাদ এর গল্প ও কবিতা সন্ধ্যা

হঠাৎ শুন্যতা ...................

গত সপ্তাহে ঘুরতে ঘুরতে ধানমন্ডি ২৭ এ বেঙ্গল গ্যালারীতে গিয়ে ছিলাম। আশা করেছিলাম হয়তো কোন প্রদর্শনী দেখতে পাব। কিন্তু গিয়ে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। কারন ওখানে চলছিল শামীম আজাদ এর গল্প ও কবিতা সন্ধ্যা। মূল কক্ষে প্রবেশ করতে পারলাম না।

কারন তা ইতিমধ্যে পরিপুর্ন হয়ে গিয়েছিল। পাশের কক্ষে প্রজেকটরের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখাবার বাবস্থা ছিল। যাই হোক, কবিতা যে আমি খুব পড়ি তা নয়, তবে অপছন্দ করি তা কিন্তু একেবারেই বলা যাবে না। শামিম আজাদ নামটি আমার পরিচিত বললে ভুল হবে তবে শুনেছি। সেদিনের অনুষ্ঠানে তিনি তার গল্প, কবিতা, কবিতা থেকে গান, কবিতা ও নৃত্যের দৈরথ উপস্থাপন করলেন।

তার গল্প বলার ভঙ্গিটি চমৎকার। দর্শক-শ্রোতাকে তিনি সুন্দর ভাবে গল্পের সাথে যুক্ত করে ফেলেন। এটি কিন্তু গল্প বলার একটি চমৎকার টেকনিক। উনি তার রোচিত ইংরেজী ও বাংলা কবিতা পাঠ করে শুনালেন। কবিতা থেকে গান, কবিতা ও নৃত্যের দৈরথে তার পুত্র ও কন্যার পরোক্ষ অংশগ্রহন ছিল।

তার কাব্য কিংবা লেখনী প্রতিভার বিচারে যাওয়ার দুঃসাহস দেখাব না তবে তিনি চমৎকার উপস্থাপনা করেন। এই যুগল প্রতিভা কবি সাহিত্যীকদের মাঝে সচরাচর দেখা যায় না। অনুষ্ঠানটিতে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন শিল্পি কাইয়ুম চৌধুরী, আলী যাকের, আবৃতিকার কাজী আরেফ ইত্যাদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।