আমাদের কথা খুঁজে নিন

   

অনেকেই বলেন পবিত্র কোরান শরিফে তো এই শব্দ নাই , ওই শব্দ নাই । আমরা কেন পালন করব , মানব ?

সত্যেই হোক মোদের লক্ষ্য কি আজব কথা ? মহান আল্লাহ পাক সরাসরি তো অনেক কথাই বলেন নাই । মহান আল্লাহ পাক তো অল্পতে অনেক বেশী বুঝিয়ে থাকেন । মহান আল্লাহ পাক কোরান শরিফ উনাতে কোন কিছুই বলা বাকি রাখেন নাই । আমাদের কম আকল , কম সমঝ ,কম জ্ঞান এর কারনে আমরা বুঝিনা । যেমন নামাযের ব্যাপারে মহান আল্লাহ পাক বলেছেন 'নামায আদায় কর' ।

কি নামায , কত প্রকার , কিভাবে আদায় করতে হবে তা পবিত্র কোরান শরিফে বলা আছে কি ? এমনি ভাবে প্রত্যেকটা আমলের ব্যাপারে একই কথা । নামায, রোজা, খোদা , ঈদুল ফিতর , ঈদুল আযহা , পোষাক , খাবারের নাম , দেশের নাম , মাদ্রাসা, মক্তব, কলেজ, মাহফিল , গাড়ি-বাড়ি সহ এমন হাজার হাজার ব্যাপার আছে যা পবিত্র কোরান শরিফে সরাসরি নাই কিন্তু আছে । তাই বলে কি আমরা এগুলা ছেড়ে দিব ? যারা বলে তাদের কমন সেন্স নষ্ট হয়ে গেছে। তাই তারা তাদের আকল না খাটিয়ে ইবলিশ এর ওয়াসওয়াসায় এই শয়তানী কথা বলে । মহান আল্লাহ পাক আমাদের সহি সমঝ দান করুন ।

আমিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.