আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৫৭



বোকার স্বর্গ টার্মটি বাংলা ভাষার নিজস্ব সম্পদ নয়। ইংরেজি ফুলস প্যারাডাইজ টার্মটি বাংলায় বোকার স্বর্গ হিসেবে ঢূকেছে। বোকার স্বর্গের সঙ্গে ধর্মীয় চেতনা জড়িত ছিল। মধ্যযুগে ক্যাথলিক খৃস্টান ধর্মাযাজকরা প্রচার করে দেন যে, অপরিণত বুদ্ধি বা বিকৃত মস্তিষ্কের লোক যেসব ভুল করে, তার জন্য তাদের গুণাহ হয় না । যেহেতু আল্লাহ তাদেরকে এই অবস্থায় ফেলে দিয়েছেন, সেহেতু মৃত্যুর পর তাদের আত্মার বিচারও হবে না।

আর বেহেশত যেহেতু শুধু পূণ্যবানদের জন্য সেহেতু ওইসব আত্মা কখনো বেহেশতেও ঢুকতে পারবে না। আবার তারা দোযখেও যাবে না, কারণ তারা না বুঝেই পাপ করেছে। তাই তাদের আত্মা বেহেশত ও দোযখের বাইরে ভিন্ন একটি জায়গায় রাখা হবে। এটাই ফুলস প্যারাডাইস বা বোকার স্বর্গ। হিন্দু ধর্ম মতে, যে স্বর্গে যাবার যোগ্য নয়, অথচ নরকের শাস্তিও প্রাপ্য হয়নি।

তার জন্য আরেক জগত আছে। এটির নাম ত্রিযগলোক। মানে বিবেক বুদ্ধিহীন পশু ও বৃক্ষাদির জগত। কিন্তু সময়ের পরিক্রমায় ইংরেজি ভাষায় ফুলস প্যারাডাইস নিজেই তার আদি অর্থ হারিয়ে ফেলে। বর্তমানে ইংরেজিতে বোকার স্বর্গে বাস করা মানে অবাস্তব সুখ কল্পনার মধ্যে থাকা বা কল্পিত সুখে বিভোর থাকা।

বাংলায়ও বোকার স্বর্গ বলতে এটাই বোঝায়। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।