আমাদের কথা খুঁজে নিন

   

সি এস বি নিউজ চ্যানেল আর একটি মন্তব্যের কাহিনী সূত্র।

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

আমি একটা জিনিষ বুঝতে পারতেছি না! গনতন্ত্রিক অধিকারের নামে মানুষের অন্য অনভূতি গুলো কি ভোতা হয়ে যাচ্ছে সুবিধাতন্ত্রের কাছে? সারা জীবন শুনে আসলাম বা বই পুস্তকে ও পড়ে আসলাম> অন্যায় যে করে আর অন্যায় যে সহে সকলে সমান দোষী। কিন্তু অন্যায় জিনিষ কে মিথ্যে দিয়ে ঢাকার চেষ্টা বা অন্য কিছুর সাথে মিশিয়ে গোল পাকানো কে কিভাবে সহ্য করবো! বুঝতে পারতেছি না। হয়তো আমাকে অনেকই ওয়াজ মাহফিল শুরু করবেন! কারন আমি মানবিক দিক লক্ষ্য করিতেছি না।

অন্যায়ের শাস্তি হওয়া কে আমি উত্তম মনে করি। তারপরে আসে দয়া। যেহেতু সি এস বি-র সাথে অনেকের কর্মজীবন জড়িত তাই। সরকার দয়া করলে অনেকের ভালো হয়। একজনের অন্যায়ের জন্য শত বা হাজার লোকের জীবন নষ্ট হবে তা আইনের চোখে হয়তো কিছুই না! কারন অন্যায়ের শাস্তি দেয়া আইনের প্রথম কাজ,তারপরে দয়া করে শাস্তি লঘু করার প্রশ্ন আসে।

যাই হোক আমি মন থেকে চাই যেন সরকার এই অসহায় মানুষদের দিকে একটি বারের জন্য হইলো যেন দৃষ্টি দেয়। শুধু সি এস বির কর্মচারীদের দিকে চেয়ে। সেই সাথে মালিক পক্ষের যেন কঠিন শাস্তি হয়। কিন্তু আমাদের অনেকেরই একটা দোষ আছে। সব কিছুর মধ্যে কিন্তু দেখার,এই রকম সন্দেহ ভালো নয় বিশেষ করে বর্তমান সময়ের জন্য এবং সব সময়ের জন্য।

দেখুন আমাদের ব্লগার ভাইয়ের মন্তব্যঃ- মোসতফা মনির সৌরভ বলেছেন : ২০০৭-০৯-০৭ ০০:২৯:০৭ ১ম কথা সিএসবি কোন দুর্নীতি করেনি। আর সিএসবি'র পার্টনার সাকচৌ হলেও এর চেয়ারম্যান ব্যবসায়ী ফজলুর রহমান। সবকিছু কিন্তু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর। এ থেকেই কি বোঝা যায় না বন্ধের আসল কারন কি? **** সি এস বি যদি কোন অন্যায় না করে থাকে তাহলে কোন কারন বিহীন অকারনে কেন বন্ধ করা হলো! আমারো সে প্রশ্ন? কিন্ত খবরের কাগজ গুলাই যে খবর দিয়ে ছিলো তা কি মিথ্যা ? এখানে মালিক দেখে টি বি বন্ধ করা হয়নি আমি মনে করি। তাহলে এন টি বি,আর টি বি অনেক আগেই বন্ধ হইতো।

বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরে কিভাবে সি এস বি-র ঘটনা মিল খাইলো বুঝলাম না! এই ঘটনার সাথে জুলাইয়ে প্রকাশিত দুর্নীতির কাহিনী কি ভাবে এক হলো। নাকি সস্তা রাজনীতির রঙ দিয়ে বর্তমান সরকার কে হেয় করার জন্য। এই লিংকে সি এস বি-র দুর্নীতির জুলাই কাহিনী পড়ে আসুন। যে কাহিনী জুলাইয়ে প্রকাশিত হয়েছে,সে কাহিনী কিভাবে ২০/২১/২২/২৩ আগষ্টের বিদ্যালয়ের ঘটনার সাথে মিলে গেলো! ঠিক বুঝলাম না! আমরা কেন গোষ্টি বা ব্যক্তি স্বার্থের জন্য অন্যায় কে অন্যায় বলবো না? হোক সে মহারাজা মহারানীর অপরাধ। তা না করে বরং অন্যের গায়ে মিথ্যের কালি কেন মাখবো? অবিশ্বাস আর সন্দেহ থেকে মানুষের অধপতন হয়।

আর আমারে অনেকই গালি দেয়। কি আর কমু- আমার বাপ দাদাদের কেউ আর্মিতে ছিলো না। অথচ নানা ভাবে মানে ভিন্ন ভিন্ন নিক লইয়া গালি দিতাছে, কিন্তু সাহস কইরা আসল নিকে আইসা গালি দেয়। যেমন আমি বলি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।