আমাদের কথা খুঁজে নিন

   

আরো বৃষ্টি দাও হে বিধাতা

আপনা মাঝে খুঁজেফিরি নিজেকে

আজ দুপুরে খুব বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরেই মেঘেরা সারা আকাশে টহল দিচ্ছিল। বেরুতে ভয় পাচ্ছিলাম। কিন্তু নিরুপায় আমাকে বেরুতেই হল। তা না হলে যে উপোষ করে থাকতে হতো... ধ্রুব আর আমি বেরুলাম।

কলেজ মোড়ের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আবার অফিসে। কিন্তু খওয়া শেষ হতে না হতেই অতর্কিত হামলা। বঙ্গোপসাগরের পানি যেন কেউ পাম্প করে ঢালছে আমাদের ওপর। হোটেল থেকে বেরিয়ে রিক্সা নিলাম। কিন্তু অফিসে আসতে আসতেই ভিজে একাকার।

ইচ্ছে হচ্ছিল রিক্সার হুড নামিয়ে দিয়ে আরও ভিজি। কিন্তু অফিস টাইমে আর যাই হোক আবেগের চর্চা তো আর করা যায় না। তাই... ------------------------------------------------------ সকাল থেকেই অবশ্য হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু তাতেও আমার অফিসে আসা ঠেকেনি। কিন্তু দুপুরে যখন অঝোরে নামল- তখন মনে হচ্ছিল বৃষ্টিটা সকাল থেকেই আরেকটু জোরে নামলে ভালো হতো।

আমাকে আর অফিসে আসতে হতো না। অবশ্য দুপুরে মনে হচ্ছিল চুলোয় যাক অফিস- আগে এনজয় করি। কিন্তু... ------------------------------------------------------ তবে একটা লাভ হয়েছে। বৃষ্টিতে রাস্তার ধুলো সব উধাও। এরূপ বৃষ্টি যদি আমাদের মনের জমিনেও হতো তবে সব কালিমাধুলো ধুয়ে মুছে পরিস্কার হয়ে যেত।

দেশ আজ চলছে উদ্ভট উটের পিঠে। বড্ড সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সময়। কারো মধ্যে নেই বিন্দু মাত্র সহনশীলতা। চোর চুরি করছে। পুলিশে পাকড়াও করছে।

একজন আরেকজনকে বহিস্কার করছে। সে আবার তাকে বহিস্কাররে হুমকি দিচ্ছে। পুরোনো ঘাঁ ঘষে ঘষে কাচা করে তাতে মলম না দিয়ে নুন দেওয়া হচ্ছে। অন্যায় করছে একজন- দোষ পড়ছে অন্যের উপর। মুল্য দিয়ে মরতে হচ্ছে আম জনতাকে।

নুন আনতে তাদের পান্তা ফুরোচ্ছে। ------------------------------------------------------ তাই প্রর্থনা করি হে বিধাতা আরো বৃষ্টি দাও। আমাদের মনের কালিমা ধুয়ে মুছে সব পরিস্কার করে দাও। নইলে যে কল জগতজুড়ে পাতা হয়েছে তাতে পড়ে মরতে হবে সবারই। আর তাতে বিধাতা- তোমার আসনও বেশি দিন টিকবে বলে মনে হয় না।

------------------------------------------------------ পুনশ্চঃ ক্ষমা করো বিধাতা ------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।