আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি - জীবন গড়িঃ রমজ়ান ও রোজা সংক্রান্ত-৫

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

আবূ হুরায়রা (রাঃ) বরণনা করেছেন যে, রসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ যখন শা'বান মাসের অর্ধেক পার পার হয়ে যায় তখন তোমরা আর রোজ়া রেখোনা। আবূ-দাউদ (হাদীস নং ৩২৩৭), তিরমিজ়ী (হাদীস নং ৭৩৮) এবং ইবন মাজাহ্‌ (হাদীস নং ১৬৫১)। আল-আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আত-তিরমিজ়ী হাদীস নং ৫৯০) নোটঃ আগের আরেকটা হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছিল যারা সোম ও বৃহস্পতিবার রজ়া রেখে অভ্যস্ত বা মাসের শুরু থেকে রোজ়া রেখে অভ্যস্ত তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।