আমাদের কথা খুঁজে নিন

   

এ দেশের যেখানে যাই সেখানেই শান্তি ও সম্প্রীতি দেখতে পাই ॥ মজেনা



সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজেনা বলেছেন, বাংলাদেশ বিদ্যুত সরবরাহ, পুষ্টিকর খাবার, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসায় দারুণভাবে উন্নতি করেছে। যদি সকল ক্ষেত্রে এসব নিশ্চিত করা যায় তাহলে এ দেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সারাদেশে যেখানেই যাই শান্তি ও সম্প্রতির একটি দেশ দেখতে পাই। বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তি, সম্প্রীতির সঙ্গে বসবাস করে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই।

এক বছর আগে উখিয়ায়, রামুসহ যেসব এলাকায় যে সংঘাত হয়েছে তাও ধর্মীয় নয়। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। বুধবার দুপুরে মার্কিন রাষ্টদূত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয় বাংলাবাজারে পল্লী বিদ্যুতের ৩শ’ গ্রাহকের সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশের সহিংসতার সঙ্গে সম্পর্ক হলো দুর্নীতি, লোভ, ভূমি দস্যুতার। দুর্নীতি, লোভ, ভূমি দস্যুতার কারণে এখানে সহিংসতা বাড়ছে।

এর আগে রাষ্ট্রদূত দেশের বৃহত্তর মাদার ফিশারিজ টাঙ্গুয়ার হাওড় পরিদর্শন, উপজেলার বড়ছড়া বাজারে কয়লা আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন। মার্কিন রাষ্ট্রদূত সকালে টাঙ্গুয়ার হাওড় ও পর্যটনের অপার সম্ভাবনাময় নয়নাভিরাম বারিক্কার টিলার সৌন্দর্য উপভোগ করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী তার সফরসঙ্গী ছিলেন। তিনি দুইদিনের ব্যাক্তিগত সফরে গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জে আসেন। আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন সেভ দ্য চিল্ড্রেন প্রতিভা শিক্ষা সমাপন পরিদর্শনের কথা রয়েছে।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, পল্লী বিদ্যুত সমিতির জিএম মোঃ সোহেল পারভেজ ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহসহ প্রশাসন উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতের রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রামের আয়োজনে আলোচনাসভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকলে এক সঙ্গে মিলেমিশে কাজ করলে দেশ এবং দেশের মানুষ উন্নত ও সমৃদ্ধিশালী হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.