আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে নেইমারের চেয়ে এগিয়ে মেসি

ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব, গুগল প্লাসসহ অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে বার্সেলোনার অনুসারী প্রায় ৭ কোটি ৫০ লাখ, যা বিশ্বের যেকোনো ক্রীড়া দলের মধ্যে সর্বোচ্চ।
ফেইসবুকে বার্সার অনুসারী প্রায় ৪ কোটি ৪০ লাখ, টুইটারে ১ কোটি ৭০ লাখ। প্রথম কোনো ক্লাব হিসেবে ইউটিউবে গ্রাহকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে স্পেনের এই ক্লাবটির।
আর বার্সার মূল দলের খেলোয়াড়দের অনলাইন অনুসারী সবমিলিয়ে ১৭ কোটি ৮০ লাখ, যাতে ব্যক্তিগতভাবে এগিয়ে আছেন মেসি। তার অনলাইন অনুসারী প্রায় ৬ কোটি ৭০ লাখ।

প্রায় ২ কোটি ৬০ লাখ অনুসারী নিয়ে মেসির পেছনেই আছেন নেইমার।
ফেইসবুকেই মেসির আছে ৪ কোটি ৭০ লাখ অনুসারী, নেইমারের যা ১ কোটি ৩০ লাখ।
তবে ইউটিউবে ৫০ হাজার ও ইন্সটাগ্রামেও ২৪ লাখ অনুসারী নিয়ে মেসির চেয়ে এগিয়ে আছেন নেইমার।
আর নেইমারকে টুইটারে ৮২ লাখ ভক্ত অনুসরণ করলেও মেসির ক্ষেত্রে সংখ্যাটা শূন্য। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমটিতে এখনও যে আকাউন্ট খোলেননি আর্জেন্টিনা অধিনায়ক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।