আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -৪৬



বাংলায় 'স্বর্ণযুগ' বলতে সমৃদ্ধির কাল বোঝায়। ধারণাটি অবশ্য ইংলিশ থেকে নেয়া। আবার ইংরেজরা গোল্ডেন এজ কনসেপ্ট ধার করেছে রোমানদের কাছ থেকে। আবার রোমানরা ধারণাটি ধার করেছিল গ্রিকদের কাছ থেকে। প্রাচীন গ্রিক কবি হেসিওড পৃথিবীর কালকে চারটি যুগে ভাগ করেছেন- স্বর্ণ যুগ, রৌপ্য যুগ, ব্রোঞ্চ যুগ ও লৌহ যুগ। সুতরাং ধরে নেয়া যেতে পারে, মানুষ সোনা, রূপা, ব্রোঞ্চ আর লোহার ব্যবহার ও আর্থিক মূল্য সম্পর্কে নিশ্চিত হবার পরই পৃথিবীর কালকে চারটি যুগে ভাগ করতে শিখেছে। অন্যদিকে ভারতীয় পুরাণেও পৃথিবীর কালকে চারটি যুগে ভাগ করা হয়েছে। এ চারটি যুগ হলো সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। যুগের এ ধারণায় গ্রিকরা প্রাচীন নাকি ভারতীয়রা প্রাচীন, তা নিয়ে এখন গবেষণা হতে পারে। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।