আমাদের কথা খুঁজে নিন

   

এক ফালি হাসিতে

আমার সময়ের চাকা বন্ধ হইবে যেইদিন...

স্বপ্নে ভরা এক ফালি হাসিতে, ভরেছিলো মা এর মুখ্ খানি। এক জনমে মিটাইতে পারিবোনা গো মা, তোমার হাসি এতই দামী! বল্লে তুমি আনিয়া দিবো পাহাড় চুড়ার ঐ ফুলখানি। সাগর-নদী পার না হইতে পারি, মরবো ডুবি বলো যদি! উপোস বেলা কাটাইতে পারি, তোমায় যখন উদাস দেখি। লুকায়ে কোথাও কাঁদতে পরি, বুঝলে আমায় ভূল যদি! আহার তোমার কমায়ে নিলে, বাঁচাইলে কি পয়সা খানি? বাবা আমায় দূর দেশেতে, চাইতো তোমায় আকাশ দূরী! টিনের দুধের খরচাটা বেশী, এই চিন্তায় উদাস দেখি। আঁখিতে তোমার পলক ছিলনা, অশ্রু ঢলে বাঁধ ছিলো কি? বল্লে আমায় ডেকে তুমি, হইবি যেদিন বড়! ভূলিসনা তোর বাবার কামাই, ভূলিসনা তোর বংশ! বল্লেনাতো নিজের কথা, অণ্যের ভাল দেখলে! এইনা বলে আমি কলূর বলদ, মানুষ বেশে, ঘুরি দুনিয়া চষে? পাপ-পূন্যে ভরেছি জীবন, আর বাকি আছে কত! পাপের ভাগিদার তারে করোনা যেন খোদা, এই কথাটি রাখো! আমার যখন ছিলনা কেউ, তুমি ছাড়া অসহায়! এখন আমি কত্ত বড়, একলা একা, তুমিই সকল উপায়! বলি কি আমি, মা তোমায় ডেকে, ভাবো কেনো এত? দুনিয়াটা মথায় করে ক্লান্ত যেদিন হবো, তোমার কোলে মাথা রেখে ঘুমটা আমি যাবো। একটু এখন দাওনা হতে, তোমার চোখের আড়াল! মাগো আমি দিলাম কথা, ফিরবো সকাল সকাল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।