আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাস থেকে নিরাপদে ঢাকা বিমান বন্দর পযর্ন্ত যাওয়া যায় এরপর জীবনের আর কোন নিরাপত্তা নেই!!

ভাবতেছি কি লিখা যায়... টানা সাত বছর প্রবাস জীবন কাটিয়ে দুই মাসের জন্য বাড়িতে গিয়েছিলাম। আবুধাবী থেকে ঢাকা পযর্ন্ত ভালোই ছিলাম। যখন শহর পেরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠলাম আমার শরীর কাঁপতে শুরু করল। মনে হচ্ছে এখনই বুঝি গাড়িটা এক্সিডেন্ট হয়ে গেলো। টু ওয়ে রোড তাও আবার মাএ দুই লাইনের!! একটা গাড়ি আর একটা গাড়িকে অতি দ্রুত ওভারটেক করছে।

মাঝে মধ্যে একটার সাথে আর একটা মাএ দুই তিন ইঞ্চি ব্যবধানে দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে। যেতে যেতে অনেক গাড়ি রাস্তার পাশে এক্সিডেন্ট অবস্তায় দেখতে পেলাম। এই হলো বাংলাদেশের সড়ক ব্যবস্তা!! মাঝে মধ্যে বাংলাদেশের মিডিয়া গুলোকে বলতে দেখি ড্রাইভার অশিক্ষিত হওয়ার কারণে এইসব এক্সিডেন্ট হয়ে থাকে! আমি তা একদম মানতে নারাজ। আমি সংযুক্ত আরব আমিরাতে আছি,নিজেও গাড়ি চালাই। এখানকার পাকিস্তানি যে ড্রাইভাররা আছে তাদের ১০০ জনের মধ্যে ৯০ জন'ই অশিক্ষিত।

নিজের মোবাইল নাম্বারটাও এরা বলতে পারেনা। হাই ওয়েতে এরাও ১৪০ স্পীড'এ গাড়ি চালায়। কই তারাতো কোন গাড়ি এক্সিডেন্ট করেনা। এখানে গাড়ি এক্সিডেন্ট না হওয়ার কারণ হচ্ছে গাড়ির লাইসেন্স দেয়ার সময় ৫ মাস ধরে ভালো ট্রেনিং এবং ওয়ান ওয়ে রাস্তার সুবিধা। কেন আমাদের সরকার অন্তত মহা সড়ক গুলো ওয়ান ওয়ে করতে পারেনা?? শুধু ড্রাইভারের দোষ দিলেতো চলবেনা।

ড্রাইভারকে পাক্কা ড্রাইভার করতে হবে এবং সড়ক ব্যবস্তা ঠিক করতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।