আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম - ৩৮



'ষড়যন্ত্র' শব্দটি এখন অতিমাত্রায় রাজনীতিগন্ধী হয়ে উঠছে। বড় মাপের কোনো ঘটনার পেছনে আমরা প্রথমে ষড়যন্ত্রের গন্ধ খুঁজি। সরকারি দল বিরোধী দলের প্রস্তাবে আর বিরোধী দল সরকারি দলের প্রস্তাবে ষড়যন্ত্রের আভাস পান। সবাই ষড়যন্ত্র সম্পর্কে অতিমাত্রায় সচেতন হয়ে উঠেছেন। ভাবখানা যেন এই ষড়যন্ত্রের কথা যদি বলতেই না পারলাম, তাহলে রাজনীতির আর মূল্য রইলো কই? ষড়যন্ত্র বলতে আমরা চক্রান্ত, কূটকৌশল, একাধিক ব্যক্তির কূটপরামর্শ অথবা কারো বিরুদ্ধ মন্ত্রণা বা চক্রান্তকেই বুঝি।

কিন্তু বুৎপত্তিগত দিক থেকে ষড়যন্ত্র শব্দটিকে বর্তমানে অনেক বেশি জটিল মনে হতে পারে। কারণ ষড়যন্ত্র শব্দটির মূলে রয়েছে তান্ত্রিকদের তান্ত্রিক সাধনার ছয় রকম আভিচারিক প্রক্রিয়া। আর আভিচারিক প্রক্রিয়া হচ্ছে নিজের লাভ আর অন্যের ক্ষতির জন্য কৃত তান্ত্রিক প্রক্রিয়া। ষড়যন্ত্র শব্দটির মূল অর্থ হলো ছয়টি বন্ধন (ষড় মানে ছয় আর যন্ত্র মানে বন্ধন) আর এ ছয় বন্ধনে থাকে বাঁধা যাবে, তার সর্বনাশ অবশ্যম্ভাবী। এ ছয়টি বন্ধনের সাধনাই হলো মূল ষড়যন্ত্র সাধনা।

ছয়টি বন্ধন হলো মারণ বা প্রাণ হরণ করা, মোহন বা চিত্তবিভ্রম ঘটানো, স্তম্ভন বা যাবতীয় প্রবৃত্তি বিনষ্ট করা, বিদ্বেষণ বা অন্তরে বিদ্বেষ সৃষ্টি করে দেয়া, উচ্চাটন বা স্বদেশ বিভ্রম ঘটানো এবং বশীকরণ বা ইচ্ছা শক্তি রোধ করে বশে আনা। এখন অবশ্য ষড়যন্ত্রের সঙ্গে তান্ত্রিক সাধনার কোনো যোগসূত্র নেই। ষড়যন্ত্র না হলেও তাকে ষড়যন্ত্র দাবি করা যায়। এছাড়া লক্ষ্য করুন : ১.ষটপ্রজ্ঞ : ধর্ম, অর্থ, কাম , মোক্ষ, লোকাচার ও তত্ত্বজ্ঞান। ষটপ্রজ্ঞ মানে বৌদ্ধ।

তবে শব্দটি দিয়ে কামুকও বোঝায়। ২.ষটকর্ম : যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও অপ্রতিগ্রহ। এগুলো হিন্দু ধর্মগুরুর মূল কাজ। ৩.ষটচক্র : মূলাধার, স্বাধিষ্ঠান, মনিপূর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা। ৪.ষড়গুণ : সন্ধি, বিগ্রহ, যান, আশ্রয়, আসন ও দ্বৈধ।

এগুলো রাজাদের গুণ। ৫.ষড়ঙ্গ : দুই হাত, মাথা, কোমর ও দুই পা। ৬.ছয় বেদাঙ্গ : শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। ৭.ছয় গব্য : গোমূত্র, গোময়, দুগ্ধ, দধি, ঘৃত ও গোরোচনা। ৮.ষড়ঙ্গক : রূপভেদ, প্রমাণ, ভাব, লাবণ্যযোজন, সাদৃশ্য ও বর্ণিকাভঙ্গ।

এগুলো চিত্রাঙ্কনের ছয়টি অঙ্গ। ৯.ষড়দর্শন : সাংখ্য, পাতঞ্জল (যোগ), পূর্বমীমাংসা, উত্তরমীমাংসা (বেদান্ত), বৈশেষিক ও ন্যায়। এগুলো ভারতের ছয়টি দর্শনশাস্ত্র। ১০.ষড়দুর্গ : মহীদুর্গ, বারিদুর্গ, বৃক্ষদুর্গ, নৃদুর্গ, ধনুদুর্গ ও গিরিদুর্গ। ১১.ষড়রস : লবণ, অম্ল, কষা, কটু, তিক্ত, মধুর।

এগুলো খাদ্যের স্বাদ। ১২.ষড়রিপু : কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। ১৩.ষড়লবণ : সৈন্ধব, সামুদ্র, বিট, সৌবর্চল, উদ্ভিজ্জ ও মৃত্তিকাজাত। ১৪.ষড়ৈশ্বর্য : প্রভুত্ব, পরাক্রম, যশ, সম্পদ, জ্ঞান ও বৈরাগ্য। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।