আমাদের কথা খুঁজে নিন

   

এখন পরিবর্তনের সময়

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

বেশীদিন হয়নি এই ব্লগে কিন্তু এর মধ্যেই আমাদের জাতি হিসাবে টিপিক্যাল চরিত্রের পরিচয় পাচ্ছি এই ব্লগ সাইটটিতে। এখানকার অধিকাংশ পোষ্টগুলিতেই দেখছি ১। কে জাতির পিতা এবং তার সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ২। কে জাতির পিতা নন এবং তার সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৩। কে স্বাধীনতার ঘোষক এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৪।

কে স্বাধীনতার ঘোষক নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৫। কে স্বাধীনতার সপক্ষ শক্তি এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৬। কে স্বাধীনতার সপক্ষ শক্তি নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৭। কে স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৮। কে স্বাধীনতার বিপক্ষ শক্তি নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ৯।

কে রাজাকার এবং কে নব্য রাজাকার এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি ১০। কে রাজাকার এবং কে নব্য রাজাকার নন এবং সপক্ষে কি কি প্রমাণ আছে তার ফিরিস্তি এই ব্যাপারগুলিই বারবার আসছে ভাঙ্গা রেকর্ডের মত। দুই দলই সমানে বলে যাচ্ছে আর অপর পক্ষ তা পাত্তাই না দিয়ে তাদের মত করে বলে যাচ্ছে। আর এর সাথে বোনাস হিসাবে আছে নানা রকম শ্রাব্য ও অশ্রাব্য গালাগালি। ব্যাতিক্রম যে নেই তা নয় কিন্তু তা সার্বিক সংখ্যার তুলনায় খুবই কম।

(চমতকার কিছু কবিতা, রম্য রচনা ও সাহিত্য বিষয়ক পোষ্ট অবশ্যই উজ্জল ব্যাতিক্রম) ভাই আমরা কি আরেকটু গঠনমুলক কাজে ব্লগ সাইটটাকে ব্যবহার করতে পারি? যেভাবে সারা বিশ্বের ব্লগাররা করছেন? এখানে দেশের সবচাইতে শিক্ষিত ও সচেতন শ্রেণীর মানুষের আনাগোনা। কই কোন পোষ্টতো দেখিনা যে ১। দেশ পরিচালনায় সরকারের নীতি কেমন হওয়া উচিত? ২। দেশের সকল মানুষদের কাছে শিক্ষা সুবিধা পৌছে দেয়ার কাজ কিভাবে করা যেতে পারে? ৩। দেশের সকল মানুষদের কাছে চিকিত্সা সুবিধা পৌছে দেয়ার কাজ কিভাবে করা যেতে পারে? ৪।

দেশের কৃষি খাতের বিকাশে সরকারের নীতি কোন ধরনের হওয়া উচিত? ৫। দেশের ক্ষুদ্র শিল্প বিকাশের মাধ্যমে বেকারত্ব মোচন করার কাজ কিভাবে করা যেতে পারে? ৬। দেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় স্বার্থ কিভাবে রক্ষা করা যেতে পারে এবং বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? ৭। দেশে পর্যটন খাতের বিরাট সম্ভাবনা আছে, কিভাবে এটিকে কাজে লাগানো যায়? ৮। দেশে দারিদ্র্য মোচনের ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ বেশী কার্যকরি হবে? ৯।

দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে সরকার কিভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে? ১০। প্রতি বছর বন্যা মোকাবেলায় কোন ধরনের প্রস্ততি থাকা প্রয়োজন? ১১। ....................................... আমাদের গরীব দেশ হাজারটা সমস্যায় জর্জরিত, এভাবে লিখলে আরো অনেক কথা লেখা যাবে। আমি প্রধান কিছু ব্যাপার লিখলাম। আমরা কি মনে করি এগুলি আমাদের দায়িত্ব নয়? এগুলি সরকারের বা রাজনীতিবিদদের দায়িত্ব? আমরা তো গত ৩৭ বছর ধরেই দেখছি রাজনীতিবিদগণ বা সরকার কিভাবে তাদের দায়িত্ব পালন করছে।

নিষ্ঠাহীন ভাবে দূর্নীতি করা ছাড়া তার তার কোন কিছু কে দায়িত্ব মনে করেছেন কি না জানা নাই। পরিবর্তনের সময় এসেছে। দেশের যুব ও তরুণ সমাজকে দেশ গড়ায় আরো অনেক বেশী গঠন মুলক ভূমিকা নিতে হবে। যে ব্যাপারগুলি আমি উল্লেখ করলাম অনেকেরই পড়াশোনা সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আপনি আপনার নিজের জানা বিষয়েই লিখুন, সেখান থেকেই দিক নির্দেশনামুলক অনেক কিছু আসতে পারে।

আর মনে করবেন না যে কেউ সে গুলি পড়বে না বা তা প্লানিং এ কাজে আসবেনা। ভাল কোন কিছু ঠিকই জায়গামত পৌছে যাবে এবং নীতি নির্ধারকরাও সেগুলিকে কাজে লাগাবেন। উন্নত বিশ্বে এই ব্যাপারগুলি হর হামেশা হচ্ছে এবং অনেক গ্রাউন্ডব্রেকিং নীতিমালা/উদ্ভাবন এর প্রথম পাঠ ব্লগ সাইট এর মাধ্যমেই হচ্ছে। আমরা যে রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করবেনা তা নয় কিন্তু শুধু আলোচনার জন্য আলোচনা কার জন্য কি ভালো বয়ে নিয়ে আসছে আপনারা একবার চিন্তা করুন। এর বাইরেও আরো অনেক কিছু করার ক্ষমতা আমাদের আছে।

চলুন আমাদের ক্ষমতাকে একবার কাজে লাগানোর চেষ্টা করে দেখি। একটা ধারণা দিলাম, গালি ব্যতীত সবকিছুই স্বাগতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।