আমাদের কথা খুঁজে নিন

   

‘বেল ৯০ মিনিট খেলার মতো সুস্থ নয়’

আগামী শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। কোলম্যানের ধারণা, ভিয়ারিয়ালের বিপক্ষে বেলকে রিয়াল পুরো ম্যাচ খেলানোর চেষ্টা করলে তা ‘বিপজ্জনক’ হতে পারে। এ প্রসঙ্গে বেলের জাতীয় দলের কোচ বলেন, “সে শনিবার শুরু থেকে খেললেও মনে হয় না পুরো ম্যাচ খেলতে পারবে। সে তা পারলে আমি ভীষণ আশ্চর্য হবো। ” “১০ দিন ধরে আমরা তাকে দেখছি।

স্প্যানিশ ফুটবল কিছুটা ধীরগতির হলেও সে ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়। শুরু থেকে খেললেও সে পুরো ম্যাচ খেলতে পারবে না। হয়তো ৪৫ মিনিট পারবে। আমি ঠিক জানি না। ” মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে বেলের পারফরম্যান্স সম্পর্কে কোলম্যান বলেন, “৩০ মিনিট খেললেও ১৫ মিনিট পরেই তাকে ক্লান্ত দেখাচ্ছিল।

সে মাত্র চারটি ট্রেনিং সেশনে অংশ নিয়েছে। তাই তার কাছ থেকে স্বাভাবিক খেলা আশা করাই মুশকিল। ” তবে পারফরম্যান্স যেমনই হোক, অনেক দিন পর মাঠে নামতে পেরে উচ্ছ্বসিত রেকর্ড দশ কোটি ইউরো ট্রান্সফার ফি’তে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বেল। সার্বিয়ার বিপক্ষে খেলা শেষে টুইটারে তিনি লিখেছেন, “অবশেষে আজ (মঙ্গলবার) রাতে খেলায় ফিরতে পেরে দারুণ লাগছে। যদিও ম্যাচের ফলাফল ছিল আমাদের জন্য লজ্জাজনক।

এখন মাদ্রিদের (রিয়াল মাদ্রিদ) হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ” গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে মেসিডোনিয়ার বিপক্ষে না খেললেও মঙ্গলবার সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন বেল। এই দুই ম্যাচেই হেরে যাওয়ায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে ওয়েলসের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।