আমাদের কথা খুঁজে নিন

   

এক বীর মুক্তিযোদ্ধার আকুল আবেদন...

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র দত্ত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি। বেশ কিছু দিন আগে তার শরীরে বিভিন্ন জটিল রোগ ধরা পড়ে। সম্প্রতি চিকিৎসকরা মুক্তিযোদ্ধা যোগেশ দত্তকে জরুরী ভিত্তিতে ওপেন হার্ট সার্জারীর কথা বলেছেন। এতে ২ লক্ষাধিক টাকার প্রয়োজন হবে। এত টাকা তার যোগাড় করা সম্ভব নয়।

তিনি একজন ভূমিহীন লোক। দু’বেলা অন্নের সংস্থাস করাই তার পক্ষে অত্যন্ত কঠিন। এ অবস্থায় দেশের হৃদয়বান, বিত্তবান ব্যক্তি তথা বর্তমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানান অসহায় এ বীর মুক্তিযোদ্ধা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লীপুর গ্রামের মৃত গুণমনি দত্তের ছেলে যোগেশ চন্দ্র দত্ত ৫ ছেলে ও ৩ মেয়ের জনক। তিনি ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ক্যাপ্টেন (অবঃ) সাজ্জাদুর রহমানের নেতৃত্বে ভারতের কুমারঘাটে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাক সেনাদের গুলিতে বাম পায়ের বৃদ্ধা আগুলী গুলিবিদ্ধ হয়। জায়গা বিক্রি করে ভারতে গিয়ে চিকিৎসা করেন। তিনি ক্যাপ্টেন এনামের কাছে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র জমা দেন। তিনি বর্তমানে একিউট অ্যানটারোসেপটাল এমআই ও ক্রনিক রেনাল ফেলিউর ও ক্রনিক অবসট্রøাকটিভ পাল সোনারী ডিজিজ এ ভোগায় জরুরী ভিত্তিতে ওপেম হার্ট সার্জারী প্রয়োজন।

কিন্তু ভূমিহীন এ মুক্তিযোদ্ধা অর্থাভাবে ওপেন হার্ট সার্জারী করাতে পারছেন না। বর্তমানে এই মুক্তিযোদ্ধা ভাইয়ের বাড়ীতে বাসস্থান করছেন। ২ মেয়ে বিবাহের সময় শেষ সম্পদ বসতভিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তিনি সরকারী পদত্ত মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে মাসিক ৫০০/- টাকা করে পাচ্ছেন। একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র দত্ত সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র দত্ত'কে সাহায্য করার ঠিকানা- ভাস্কর হোম চৌধুরী সঞ্চয়ী হিসাব নং - ৫৩৫৪ রুপালি ব্যাংক,শ্রীমঙ্গল শাখা। বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।