আমাদের কথা খুঁজে নিন

   

কষ্টও রঙ বদলায়

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

সমস্ত সত্তা জুড়ে আগুনের খেলা। জ্বলন্ত আমি। আগুন নিভাতে চাই আগুনে।। নিভন্ত আগুন হতে ধোঁয়ার রেখা ফুটে না তবু আগুনে ঢালি আগুন আবার- একের পর এক অগ্নিশিখায় ধোঁয়ার কালো রেখা মুছে দেবো পেরে ওঠি না। আগুনে আগুনে ছেঁয়ে যায় নীল আকাশ আমার রঙ তবু ধোঁয়ার। কষ্টের রঙ নীল। আগুনে আগুনে ধূসর হয়েছে এখন সেই দুঃখ। অচেনা তুমি কখন এসে কয়েক ফোঁটা দিলে জল ঢেলে ধূসর কালো মেঘে ঢাকা আকাশ আবার হয় নীল বৃষ্টিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।