আমাদের কথা খুঁজে নিন

   

মন খুলে হাসুন দেখি ...একটু সময় ।

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

এক বার কলকাতায় গরুর দুধ দোয়ানোর প্রতিযোগিতা হবে বলে আয়োজকরা ঘোষণা করেছে । যে যত কম সময়ে বেশি দুধ দোয়াতে পারবে , সে হবে এই প্রতিযোগিতায় বিজয়ী । আগে থেকে নাম লেখিয়ে যাচ্ছে অনেকেই । এক বিহারী বাবুও নাম লেখিয়ে গেলো এই প্রতিযোগিতায় ।

যাই হোক, যথাসময়ে প্রতিযোগিতা আরম্ভ হলো । সব প্রতিযোগিকে এক ঘন্টা সময় দেওয়া হলো । এবং একটা ঘর ,একটা বালতি ও একটা গরু দেওয়া হলো । এক ঘন্টা হয়ে যাবার পর শুধু সেই বিহারী বাবু ছাড়া আর সবাই ঘর থেকে বেড়িয়ে এসেছে । অনেক ডাকাডাকির পর বিহারী বাবু বেড়িয়ে আসতে দেখা গেলো ,বালতিতে মাত্র ৫০ গ্রাম মতো দুধ ।

বিহারী বাবুকে তাই বিচারকের প্রশ্ন -- আচ্ছা কি বেপার বলুনতো ? সবাই বালতি ভরতি দুধ নিয়ে বাইড়ে এলো , আর আপনি কিনা এক ঘন্টা পরে এসেও মাত্র ৫০ গ্রাম দুধ । বিহারী বাবু - তবু তো আমি ৫০ গ্রাম এনেছি মশাই । বিচারক - তার মানে । বিহারী বাবু -মানে আর কি , আমার ভাগে যে ষাঁড় পড়েছে । বিচারক - এ্যা ।

বিহারী বাবু - হ্যা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।