আমাদের কথা খুঁজে নিন

   

গরুর মাংস



গরুর মাংস ২০০ টাকা কেজি ! আমি সাধারণতঃ বাজারে যাই না। গত শবে বরাতের দিন বাজারে যেয়ে দেখি এই অবস্থা। ( আমি শেষ বোধহয় ১০০ বা ১২০ টাকা করে কিনেছি। বোধহয় খুব বেশীদিন আগে না। ) আচ্ছা, একজন রিকশাওয়ালা প‌্রতিদিন কত উপার্জন করে ? এরা কি গরুর মাংস খেতে পায় ? শেষ কবে খেয়েছে, জানতে ইচ্ছা করে।

আমরাই বা আর কতদিন মাংস খেতে পারব ? খাসির মাংস শেষ কবে খেয়েছি, মনে নেই। বড্ড দাম। কোলেস্টেরল বেশী, এই বলে মনকে সান্ত্বনা দেই। ইলিশ মাছ এখনও খাচ্ছি। না খেয়ে থাকতে পারি না, তাই।

এটাই বা কতদিন সম্ভব হবে কে জানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।