আমাদের কথা খুঁজে নিন

   

এপিঠ-ওপিঠ

শঙ্খপাপ আমার

আমরা তোমাদের উচ্চে তুলি - হে আরাধ্য মহান, কিবা গরিয়সী: নতুবা বেলে মাটি-দোঁআশ মাটি তুমি-আমি হিমাঙ্কে উবে যায় উজানমাস্তুল ও কার্তিকমমি। নিজকে আত্মপদচারণায় করেছ মেঘাম্বর সমান করেছ দেবীতুল্য; আমরা পরিব্রাজক হয়ে গিয়েছি - তোমাদের কালিডাঙা দর্শনে। আসার পথে একাংশে বলেছি, "হে সুন্দরের দেবী গ্রহণ কর আমাদের; এই নৈবদ্য।" অন্য অংশে ধিক্কার- সনাতন পৌরহিত্যে দেবী বিসর্জন তোমরা তখন চরম অবহেলিত। ভেঙে চূর্ণ-বিচূর্ণ, যেন বুকের জমিনে উষ্ণ রক্তের স্রোত বয়েছে সদ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।