আমাদের কথা খুঁজে নিন

   

' আহলে হাদীস' ভাইদের প্রতি প্রশ্ন : " সাহাবাদের অনুসরণ করা কি জরুরী ?"



' আহলে হাদীস' ভাইদের সাহাবা বিদ্বেষী কিছু আচরণের কারণে আমরা উদ্বিগ্ন । আমাদের ধর্মীয় বিশ্বাস মতে সাহাবাডের অনুসরণ জরুরী, তারা সত্যের মাপকাঠি । মউদুদী সাহেব তা মানেন না, মানে না শিয়া সাহেবরাও । এক্ষেত্র তাদের অবস্হান স্পষ্ট । কথা ও কাজ উভয় ক্ষেত্রেই তারা বিরোধিতা করে থাকে । কিন্তু 'আহলে হাদীস' সাহেবরা মুখে কিছু না বললেও কাজে কর্মে চরম বিরোধইতা করে থাকেন । এর হেতু কি, আমার জানা নাই। ওনারা তো স হিহ হাদীস অনুসরণের কথা বলেন, আর স হিহ হাদীসে সাহাবদের অনুসরণের কথা বলা হয়েছে, এর পরও ওনাদের অবস্হান এরূপ বিরূপ কেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।