আমাদের কথা খুঁজে নিন

   

মাছ চাষের পুকুরে হাঁস

আমার ব্যক্তিগত ব্লগ

আমি মাছ বা হাঁস কোনকিছু পালিনি (এ্যাকুইরিয়ামের মাছ বা ঘরের হাঁসের কথা বাদ দিলে) কোনদিন। আজ বহুদিন পর ধানমন্ডি লেকের পাশ দিয়ে হাটলাম। আর দেখালম ৫/৬ টা হাস লেকে ঘুরে বেড়াচ্ছে আগে দেখিনি। সামহোয়্যার আউট বলল, হাঁস নাকি মাছ চাষের জন্য ভাল। হাঁস শেওলা আর ময়লা খায় তাই পানি পরিস্কার থাকে।

মাছ খায় হাঁসের ময়লা। পরে আরেকজন বললেন, হাঁস নাকি মাছ চাষের জন্য ভালোনা। কারন হাঁস মাছের পোনা খেয়ে ফেলে...। আরেকজন বললেন, পানিতে বড় পোনা ছাড়া হয়, সেটা হাঁস খায় না। বুঝলাম না আসলে কি ভালো আর কি করা উচিত না।

ধানমন্ডি লেকে হয়তো সৌন্দর্য বৃদ্ধির জন্যই হাঁস ছাড়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।