আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের নৈপুণ্যে পর্তুগালকে হারালো ব্রাজিল

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে ৭০ হাজার দর্শককে মুগ্ধ করা একটি গোল করা ছাড়াও অন্য দু'টি গোলেও অবদান রাখেন বার্সেলোনা তারকা নেইমার।
আগের প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬-০ গোলে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল এ ম্যাচেও ছিল দুর্দান্ত ছন্দে। অবশ্য চোটের কারণে পর্তুগাল দলে ছিলেন না তাদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্রাজিলের রক্ষণভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করে খেলার শুরুতেই এগিয়ে যাচ্ছিল পতুর্গাল। ১২ মিনিটে রাউল মিরেলেসের হেড বারে লাগায় গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায়।


তবে ৬ মিনিট পর ব্রাজিলের মাইকনের ভুলে ঠিকই দলকে এগিয়ে নেন চেলসির সাবেক মিডফিল্ডার।
মাইকন হেড করে গোলরক্ষক জুলিও সিজারের কাছে বল পাঠাতে গেলে বল চলে যায়  মিরেলেসের পায়ে। এ সুযোগ হাত ছাড়া করেননি ফেনেরবাচের এই খেলোয়াড়।
পিছিয়ে পড়ে জেগে উঠে স্কলারির শিষ্যরা। ২৪ মিনিটে নেইমারের কর্নার থেকে অধিনায়ক থিয়াগো সিলভা হেডে সমতা ফেরায়।


১০ মিনিট পর নেইমার নিজেই ব্রাজিলকে এগিয়ে দেন। অনন্য দক্ষতায় ঘিরে থাকা ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি।
এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে অন্তত তিনটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। ব্যবধান বাড়াতে অবশ্য বেশি সময় নেয়নি তারা। ম্যাচের ৪৯ মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে ম্যাক্সওয়েলের ক্রস; অরক্ষিত স্ট্রাইকার জোর আলতো টোকায় জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।


শেষ আধ ঘণ্টায় দুই দলই একটি করে সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো থেকে কেউই গোল করতে পারেননি।
২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল গত মাসে সুইজার‌ল্যান্ডের সঙ্গে ১-০ গোলে হারের স্মৃতি ভুলে পর পর দুই ম্যাচে জিতলো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচও একটি গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছেন বার্সেলোনা তারকা নেইমার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.