আমাদের কথা খুঁজে নিন

   

বাসর ঘরে এগুলো করা কি ঠিক ?

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় একবার গ্রামে গেলাম ঘুরতে তো পাশের বাড়ির একটা ছেলের বিয়ে হচ্ছে । যথারীতি বিয়ে শেষ করে বৌ নিয়ে বাড়ি আসল । সব ধরনের ঝামেলা শেষ করে যখন রাত ১২ টা বাজল তখন বৌকে বাসর ঘরে নিবে প্রস্তুতি চলছে এমন সময় বাড়ির কিছু দুষ্ট পোলাপাইন ঘটাল বিপত্তি ! তারা চালাকি করে বৌকে অন্য রুমে রেখে একটা সুন্দর ছেলেকে সাজিয়ে শাড়ি পরিয়ে বৌয়ের আসনে বসিয়ে দিল । তারপর নতুন বরকে পাঠিয়ে দিলেন বাসর ঘরে । সচরাচর যা হয় বাসর ঘরে বর প্রবেশ করলে স্ত্রী সালাম দেয় । কিন্তু তা না করে সাজানো নতুন বৌ বসে রইল । এরপর একে একে বর অনেক কথাই বলল কিন্তু নতুন বৌয়ের কোন উত্তর না পেয়ে বর স্বভাবতই বিরক্ত হল । এখন বর কিছুক্ষন বসে থেকে বৌকে আংটি পরিয়ে দিলেন তার পর যা হওয়ার কথা তা করতে গেলেই সাজানো পাত্রী (অপু) বলে উঠলেন ভাই আমাকে ছাড়েন আমি অপু !! এটা শুনে বর ভীষন লজ্জা পেলেন এবং ক্ষেপে গিয়ে বললেন তুমি যখন বাসর ঘরে প্রবেশ করেছ তোমার সাথেই বাসর হবে ! পরে অপু কোন মতে পালিয়ে রক্ষা পেলেন !! পরে সবার কি যে হাসি !! তবে বাসর ঘরে এগুলো করা উচিত নয় কারণ এগুলো বর এবং কনে দুজনের জন্যই বিব্রতকর !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১৫ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।