আমাদের কথা খুঁজে নিন

   

VMA (Vibration Media Award)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার করিৎকর্মা মন্ত্রীদের কাজে আরো গতি আনার জন্য ঠিক করলেন VMA (Vibration Media Award) দিবেন। অর্থাৎ গত ৪ বছরে সবচেয়ে বেশি যে মিডিয়া কাঁপিয়েছে তাকেই এই এওয়ার্ড দেওয়া হবে- - আবুল হোসেন বোয়াল মাছের মত দুই পাটি দাঁত বের করে হেসে বলল, ম্যাডাম ‘দৌঁড় দিয়ে মন্ত্রী হয়েছি’ এই সংবাদে মিডিয়া যেইভাবে কাঁপুনি খেয়েছে, কারওয়ান বাজারের মাটিও সেই সাথে কেঁপেছে, পদ্মা সেতু ইস্যুতেতো কারওয়ান বাজার থেকে ওয়াশিংটন ডি.সি. পর্যন্ত আমি কাঁপিয়েছি - দেশী/বিদেশী দুই মিডিয়াই আমি কাঁপাই - সুতরাং পুরষ্কার আমারই প্রাপ্য- - সুরঞ্জিত সেনগুপ্ত একগালে ভেংচি কেটে বলল, এসব বাল্যখিল্য কথা আবুল হোসেনের মুখেই মানায়। একরাতে আমি মিডিয়া যেইভাবে কাঁপিয়ে দিয়েছি, ৪২ বছরেও মিডিয়া এতটা কেউ কাঁপাইতে পারে নাই। পত্রিকাগুলি টানা ১ মাস কালো বিড়াল ছাপিয়েছে পত্রিকায়। ৬ মাসের শিশুও এখন জানে B for Black Cat, সুষ্ঠ গণতন্ত্রের স্বার্থে এই পুরষ্কার আমারই প্রাপ্য- - যারা শাহ্জাহান খানকে চিনে না তারাই কেবল বেয়াদপের মত পুরষ্কার নিজেদের বলে দাবী করে, উচ্চস্বরে বলে উঠলেন শাহজাহান খান। বাংলাদেশে একমাত্রই আমিই লাইভ টিভিতে বিনা অপারেশনে চোখ তুলতে গিয়েছিলাম, এছাড়া জনতার হাতে জুতার বাড়ি খেয়ে জর্জ বুশ থেকে টেলিফোনে কনগ্রাচুলেশান পেয়েছি, মিডিয়া না কাঁপলে বুশ পর্যন্ত খবর যায় কি করে! হু- - মখা আলমীর: যারা সময়ের ব্যাপ্তি বুঝেনা তারাই কেবল এমন দাবী করে। ৩ মাসে আমি যতটুকু কাঁপিয়েছি, ৪ বছর সময় পেলেতো কারওয়ান বাজার ১০ ফুট তলিয়ে দিতাম- পুরুষ্কার অন্যরা পায় কি করে? এডিসি- হারুনকে ডাকতে হবে নাকি? - দিপু মনি এতক্ষণ ভিডিও করতেছিল, হঠাৎ মাথা দুলিয়ে মুচকি হেসে বললো - ম্যাডাম আমার বিদেশ নিয়েও কিন্তু সুন্দর ডানাওয়ালা কার্টুন এসেছিল পত্রিকায়, ম্যাডাম - ধমকে থামিয়ে দিয়ে বললেন ঠিকমত ভিডিও কর- - সাহারা সাহস নিয়ে একদলা থুথু মাটিতে ফেলে মুখ খালি করে বললো, আমার ৪৮ ঘন্টার আলটিমেটাম...ম্যাডাম থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার বিয়ের কি খবর? জ্বি ম্যাডাম সময় পাইনি। ওহ! শুনো, ব্যাচেলরদের এয়ার্ড দেওয়া হবেনা- সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী: দেখেন মিডিয়া যে আমিও কাঁপাইনা সেটা ঠিক না, তবে ওরা আমার এসব স্বাভাবিক হিসেবে নিয়েছে। যাই হোক রাতে জয় আর রেহানার সাথে আলাপ করে আগামীকাল সিন্ধান্ত জানাব-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।