আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে আমার দেশের?????



আমার এখন কেমন যেন একটা নেগেটিভ চিন্তা হছ্ছে, ছাএরা এত্তসব করছে?সতি্য কি?গতকাল পয'ন্ত আমি সমথ'ক ছিলাম ছাএদের এই আন্দোলনের, কিন্তু গতকাল সন্ধা থেকে যা হছ্ছে, আমার ধারণা এগুলি কোন ইন্ধনেই হছ্ছে। ছাএদের নামে কেউ ফায়দা লোটার চেষ্টা করছেনাতো? দেশ কি আবার কোন নষ্ট রাজনৈতিক দলের দখলে চলে যাবে?নষ্ট রাজনীতিবিগণ কি আবার শুরু করবে তাঁদের কুটক্রিয়া? আমার দেশটাকে তবে বাঁচাবে কে?আমার দেশের কপালে কি এই আছে?যে যেভাবে পারবে দেশটাকে চুঁষে ছোবড়া বানিয়ে ফেলবে। রাজনীতি বিদদের দিয়ে হয়না, সুশীল সমাজ দিয়ে হয়না, সেনাবাহিনী দিয়ে হয়না, তবে কাকে দিয়ে হবে? এই যে ধংসলীলা চলছে তাঁতে ক্ষতি তো আমার এই দেশটারই হছ্ছে, গাড়ী পুঁড়িয়ে দিলে নতুন গাড়িটা কিনতে তো আমার দেশের টাকাই বাইরে চলে যাবে।আমার মন খুবই খারাপ। খুব কষ্ট লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।