আমাদের কথা খুঁজে নিন

   

“ফটো ব্লগ পোষ্ট” - বিক্ষুব্ধ দেশের ছাত্র সমাজ, উত্তপ্ত দেশ ! তারিখ : ২১ আগষ্ট ২০০৭ইং

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

২১-০৮-০৭ইং তারিখের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন, বিক্ষুব্ধ পরিবেশ, পুলিশি এ্যকশন এর ছবি নিয়ে এই "ফটো ব্লগ পোষ্ট" কিছু চরিত্র, কিছু পারিপাশ্বিকতার আবহে এমন কিছু ঘটনা তৈরী হয় যেগুলোকে শুধু গল্প, স্মৃতিতে আটকে রাখা সম্ভব নয়, এমন বাস্তব সত্য যা চিরস্মরনীয়, অম্লান, স্মৃতির দরজায় বারবার কড়া নাড়ে, জানিয়ে দেয় ঘটনার অতীত ও বর্তমান রুপ। সেরকমই ঘটনা ছিল, গতকাল ২১-০৮-০৭ইং তারিখের, দেশে চলমান জরুরী অবস্থার মধ্য দিয়ে কোন বাধাকে তোয়াক্কা না করে দেশের বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর রাজপথে নেমে আসে, প্রতিপক্ষ দেশের পুলিশ প্রশাসনের কর্মরত কর্মিরা। মুখোমুখি, পাল্টাপাল্টি এ সংঘর্ষে আহত হয়েছে বহু শিক্ষার্থী । তবু তাদের প্রতিবাদ থেমে থাকেনি অভিন্ন লক্ষ্য আদায়ে। সাবাশ ছাত্র সমাজ, সাবাশ। দেশ তোমাদের জন্যই আজ এখনো গর্ব করতে পারে। কিন্তু রাজপথ, হাসপাতালে বিক্ষোভরত শিক্ষার্থীরা আহত হয়ে কাতরাছিল, সেই ব্যাথা মনে হয় দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বিদ্ধ করছিল, সেই সব মুহুর্তগুলোর ছবি বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে একটি “ফটো ব্লগ পোষ্ট” তৈরী করলাম। ছবি যা ফ্রেমে আটকানো গেলেও চোখের ফ্রেমে জল আটকানো যায়না, পারেওনি, আমার সমস্ত সমবেদনা তাদেরই জন্য সেই সব শিক্ষার্থীদের জন্য এবং এই পোষ্টটিও তাদের নিমিত্তে উৎসর্গ। কৃতজ্ঞতা পোষন করি যেসব পত্রিকা থেকে ছবিগুলো নিয়েছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।