আমাদের কথা খুঁজে নিন

   

দি জেনারেশন নেক্সট্‌

লিনাক্স, উইনডোস, কবিতা

রোজ বিকেল চারটায় আমাদের এলাকায় ছাদের উপর আর পাশের বাড়ির বারান্দায় শুরু হয় রোমিও - জুলিয়েট গেম; just affair সেটা, নয়তো প্রেম। পাশের বাড়ির রিয়া চোখ আর হাতের ইশারায় দম দেয়া পুতুলের মত জয়কে নাচায়; জয় ডারউইনের এক বিবর্তন ধারা চোখের সামনে যেন বানর খাড়া। প্রতিদিন ছাদের কিনারায় রেলিং ধরে বসে থাকে চিকনা শুভ মুড মেরে পাশের বাড়ির মিলা তার হট ফেবারিট dress up, body fitness - super duper hit. ঠোটে লিপস্টিক আর চোখে আইশেড্‌ ডারলিং এর হাসি যেন হট্‌ চকলেট। ১৬ বছরের মিলা ঠমক্‌ মেরে ২২ বছরের শুভর মনটা কাড়ে থাক্‌ না যতই সাইড প্রবলেম বাবা মা’র গাইড প্রবলেম সুমি আন্টির কড়া শাসন ঝন্টু মামার ভদ্র ভাষণ ছোট বোনের চিল্লাফাল্লা তবু বারান্দাতেই রসগোল্লা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।