আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার আড়ালে তোমার নাম

প্রেমিকাও ঈশ্বর হয়ে উঠে তার সমস্ত অস্পষ্ট্তা নিয়ে

এইবার আর তোমাকে প্রেমপত্র নয় স্বদেশের অস্হিরতা আমার নাড়ীতে ৭১ এর মুক্তি যদি পারে তোমার চোখের জল পকেটে পুরতে আমিও পারি কবিতার শিরোনামে তোমার নাম দিয়ে অস্ত্রের স্বাদ নিত। এইবার আর তোমাকে প্রেমপত্র নয় এইবার জোসনা রাতে মরনাস্ত্রের চকচকে গায়ে মুক্তির গান লিখব। এইবার প্রেমপত্র নয় তোমাকে মুক্তির পতাকা পাঠাবো আমি জানিনা নারীর হাতে প্রেমপত্র তাকে স্পর্শ করে কিনা আমি জানিনা আমার দেয়া চিঠিগুলোর কোনটি তোমার গাল ছুঁয়েছে কিনা কিন্তু এইবার নিশ্চিত জানি তুমি আমাকেই ছোঁবে পতাকার আড়ালে। এইবার আর তোমাকে প্রেমপত্র নয়। আমার দেশকে নিয়ে একটু ভাবতে ইচ্ছে করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।