আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি প্রসঙ্গ

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

কেমন হয় যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি করা যায়? কিছুদিন ধরেই মনে হচ্ছে এরকম একটি প্রোগ্রামের খুব প্রয়োজন। আমরা যারা ইংরেজিতে দূর্বল অথবা আমাদের চেয়ে প্রান্তিক অবস্থানে আছে যে সব সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ, তাদের জন্য ডিজিটাল বৈষম্য দূরীকরণে এ ধরনের অনুবাদ প্রোগ্রাম ইতিবাচক ভূমিকা রাখবে। পৃথিবী জুড়ে এখন ডিজিটাল বৈষম্য নিয়ে উন্নয়ন বিশেষজ্ঞদের মধ্যে কথা হচ্ছে। বলা হচ্ছে সুবিধাপ্রাপ্তরা তথ্যপ্রযুক্তির সুবিধা নিয়ে আরো এগিয়ে যাবে। দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষ আরো পিছিয়ে পড়বে।

এবং পিছিয়ে পড়ছেও। ইনফরমেশন সেন্টারের সুবিধা এখন গ্রাম পর্যায়েও ধিরে ধিরে পৌছে যাচ্ছে। কিন্তু ভাষাগত সমস্যার কারনে সাধারণ সাক্ষরতাজ্ঞান সম্পন্ন মানুষ তার সুফল নিতে পারছেনা। দরিদ্র মানুষের পক্ষে সম্ভব ও নয় ইংরেজি শিক্ষার পেছনে বিনিয়োগ করা। যদি ইংরেজি-বাংলা কিম্বা বাংলা-ইংরেজি অনুবাদক প্রোগ্রাম তৈরি করা সম্ভব হয়, তাহলে গ্রামাঞ্চলের সাধারণ সাক্ষরজ্ঞান সম্পন্ন মানুষও তাদের জীবনে তথ্যপ্রযুক্তির আরো কার্যকর ব্যবহার করতে পারবে।

খুব বেশি কঠিন হবে কি অনুবাদক প্রোগ্রাম তৈরি করা? বাঁধ ভাঙার আওয়াজ এ অনেক আইটি প্রফেশনাল লেখালেখি করেন। আমি বিশ্বাস করি তাদের দ্বারা এটা সম্ভব। এ ব্যাপারে কেউ এগিয়ে আসবেন কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.